মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় আহত ৫ পুলিশ সদস্য
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩:৩০, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৩:৩৪, ২০ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) দুপুরের গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক।
এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় হামলার ঘটনা ঘটে বলে জানান তিনি।
আহত পুলিশ সদস্যরা হলেন—শ্রীপুর থানার উপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস, মনোয়ার হোসেন, জোনায়েদ হোসাইন, এএসআই হাবিবুর রহমান এবং নাজমুল হুদা রুবেল। তারা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা হলেন—কেওয়া পশ্চিমখণ্ড (মসজিদ মোড়) এলাকার প্রয়াত আবুল কাশেমের ছেলে আসাদুজ্জামান (৬০), তার স্ত্রী দেলোয়ারা খাতুন (৪৫) এবং দুই ছেলে আশিক (২৩) ও আল আমিন (৩০)।
ওসি আব্দুল বারিক বলেন, “মধ্যরাতে আসাদুজ্জামানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বসতঘর থেকে ইয়াবা ও গাঁজাসহ তাকে আটক করা হয়। আসাদুজ্জামানকে নিয়ে বের হওয়ার সময় তার স্ত্রী ও দুই ছেলে পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।”
এই পুলিশ কর্মকর্তা বলেন, “এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন। পরে আরও পুলিশ সদস্য গিয়ে আসাদুজ্জামান ও তার স্ত্রী-সন্তানদের আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় তাদের কাছ থেকে ৪৫টি ইয়াবা ও এক কেজি গাঁজা জব্দ করা হয়।”
আটকদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ও পুলিশের ওপর হামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি আব্দুল বারিক।