বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

সংসদীয় আসন পুনর্বহাল

রবিবার থেকে আবারও নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮:০৪, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৫৭, ১৮ সেপ্টেম্বর ২০২৫

রবিবার থেকে আবারও নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্ববহালের দাবিতে চলমান আন্দোলন দুই দিনের জন্য স্থগিত করেছে ‘সর্বদলীয় সম্মিলিত কমিটি’।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ ঘোষণা দেন কমিটির কো-কনভেনর এম এ সালাম। তিনি জানান, শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে রবিবার থেকে পুনরায় একই কর্মসূচি চলবে। এ ছাড়া আগামী সপ্তাহে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করারও ঘোষণা দেওয়া হয়েছে।

দিনভর চার আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও করে রাখেন আন্দোলনকারীরা। এ সময় কর্মকর্তাদের অফিসে প্রবেশ করতে দেওয়া হয়নি। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয় প্রধান ফটকের সামনে।

দুপুরের দিকে ঘেরাও কর্মসূচিতে যোগ দেন ডাকসুর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্য মো. বেলাল হোসেন অপু। তিনি বলেন, “এটা বাগেরহাটবাসীর যৌক্তিক দাবি। নির্বাচন কমিশন যদি চারটি আসন ফিরিয়ে না দেয়, তাহলে আরও কঠোর আন্দোলন হবে।”

এদিকে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে। একইসঙ্গে চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ হবে না— সেটিও জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মাদ জাকির হোসেন জানিয়েছেন, আদালতে চারটি আসন ফিরিয়ে দেওয়ার বিষয়েও কাজ চলছে।

গেল ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিক প্রস্তাবে বাগেরহাটের চার আসনের মধ্যে একটি বাদ দিয়ে তিনটি রাখার সিদ্ধান্ত জানায়।

দীর্ঘদিন ধরে চলমান চার আসনের সীমানা ছিল—

বাগেরহাট-১: চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট
বাগেরহাট-২: বাগেরহাট সদর-কচুয়া
বাগেরহাট-৩: রামপাল-মোংলা
বাগেরহাট-৪: মোরেলগঞ্জ-শরণখোলা

কিন্তু চূড়ান্ত গেজেটে (৪ সেপ্টেম্বর) তিনটি আসনের সীমানা প্রকাশ করা হয়—
বাগেরহাট-১: বাগেরহাট সদর-চিতলমারী-মোল্লাহাট

বাগেরহাট-২: ফকিরহাট-রামপাল-মোংলা
বাগেরহাট-৩: কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা

এতে বাগেরহাটবাসীর দীর্ঘদিনের চার আসনের দাবি উপেক্ষিত হয়েছে বলে মনে করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। তারা বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজনে ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেওয়া হবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু