বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

কুমার নদে কিশোর-তরুণদের অস্ত্র মহড়া, আতঙ্কে স্থানীয়রা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬:৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৩:১১, ১৯ সেপ্টেম্বর ২০২৫

কুমার নদে কিশোর-তরুণদের অস্ত্র মহড়া, আতঙ্কে স্থানীয়রা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমার নদে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিয়েছে একদল কিশোর-তরুণ। আর সেই মহড়া দেওয়ার দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে । 

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কিশোর তরুণরা প্রকাশ্যে মহড়া দেয়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঙ্গা পৌর এলাকার বাইসাখালি, চণ্ডীদাসদী থেকে আতাদী ও পূর্ব সদরদী পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় অন্তত ২০টি স্পিডবোট ও অর্ধশত ট্রলারে কিশোর-তরুণেরা মহড়া দেয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ২ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কয়েকটি স্পিডবোট থেকে রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র প্রদর্শন করছে তারা।

স্থানীয়রা জানায়, ভাদ্র মাসের শেষ দিনে ঐতিহ্যবাহী নৌকাবাইচ না থাকলেও কিশোর-তরুণেরা প্রতি বছরই স্পিডবোট ও ট্রলার নিয়ে নদীতে মহড়া দিয়ে আসছে। তবে এবারই প্রথম অস্ত্র হাতে তাদের প্রকাশ্যে মহড়া দিতে দেখা গেল।

ঘটনার পর ভাঙ্গা থানা-পুলিশ রাতে কুমার নদে অভিযান চালায়। তবে অভিযানের সময় অস্ত্রধারী কিশোর-তরুণেরা সাঁতরে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন। তিনি বলেন, “এ ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে।”

অস্ত্র মহড়ার খবর ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় চা বিক্রেতা নূর শেখ বলেন, “বিষয়টি দেখার পর থেকে আতঙ্কের মধ্যে আছি। কখন কী ঘটে যায়, জানি না।”

ক্ষুদ্র ব্যবসায়ী শ্যামল মৃধা বলেন, “প্রকাশ্যে এভাবে অস্ত্রের মহড়া আগে কখনো ঘটেনি। কী দিন যে শুরু হলো!”

এলাকাবাসী সূত্রে জানা যায়, কুমার নদে শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন করে আসছিল ভাঙ্গা পূজা উদ্‌যাপন পরিষদ। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ২০১৮ সাল থেকে প্রতিযোগিতাটি বন্ধ রয়েছে।

ভাঙ্গা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি জগদীশ মালো বলেন, “প্রতিবছর বিশ্বকর্মা পূজার দিন কিশোর-তরুণেরা স্পিডবোট ও ট্রলারে মহড়া দেয়। তবে অস্ত্র প্রদর্শনের বিষয়টি আমার জানা নেই।”

এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু