অনেক কাজ করেছি, যা দেশের ইতিহাসে হয়নি: আসিফ নজরুল
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ২২:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২৩:৪৮, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের উদ্যোগে বিচার ব্যবস্থায় যে সংস্কার আনা হয়েছে, তা পরবর্তী সরকার ধরে রাখলে দেশের সাধারণ মানুষ ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের এক হোটেলে লিগ্যাল এইডবিষয়ক পাইলট প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, ‘আমরা প্রায়ই শুনি–আপনি কী করেছেন? আমি কী করছি তা আমার কাজের মধ্য দিয়েই দেখতে পারবেন। আমি অনেক কাজ করেছি, যা বাংলাদেশের ইতিহাসে আগে কোনো দিন হয়নি।’
ড. আসিফ নজরুল জানান, নতুন ব্যবস্থায় অনেক বিরোধ মামলা ছাড়াই কম সময় ও খরচে সমাধান হবে। এখন থেকে মামলা করার আগে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। প্রয়োজনে পরে আদালতে মামলা করা যাবে।
তিনি আরও বলেন, সিভিল ও ক্রিমিনাল আদালতকে আলাদা করার ফলে সিভিল মামলার নিষ্পত্তি দ্রুত হবে। মধ্যস্থতা বাধ্যতামূলক কার্যক্রম দরিদ্র মানুষের জন্য অপূর্ব সুযোগ এনে দেবে।
আইন উপদেষ্টা জানান, সুনির্দিষ্ট ১১ ধরনের আইনে মামলা দায়েরের আগে লিগ্যাল এইডে যাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সেখানে সমাধান না হলে আদালতে মামলা করা যাবে।
এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—
- পারিবারিক বিরোধ
- পিতা-মাতার ভরণপোষণ
- বাড়ি ভাড়া সংক্রান্ত বিরোধ
- যৌতুক মামলা
আগে লিগ্যাল এইডের দায়িত্বে থাকতেন সিনিয়র সহকারী জজ। কিন্তু নতুন ব্যবস্থায় দায়িত্বে থাকছেন সিনিয়র যুগ্ম জেলা ও দায়রা জজ এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ।
আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইন সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর অধীনে এই পাইলট প্রকল্প কার্যকর করা হচ্ছে।
প্রথম ধাপে যে ১২ জেলায় প্রকল্প চালু হচ্ছে:
সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী ও রাঙামাটি।
অনুষ্ঠানের আগে দুপুরে উপদেষ্টা সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক সারোয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তিনি নৌকায় রাতারগুল ভ্রমণ করেন এবং মাঝিদের মুখে গানও শোনেন। পরিদর্শন শেষে আসিফ নজরুল বলেন, রাতারগুলের পরিবেশ সমুন্নত রেখে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। এছাড়া তিনি দক্ষিণ সুরমার আলমপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারও ঘুরে দেখেন।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের মতে, সংস্কারগুলো টেকসইভাবে কার্যকর হলে বিচার ব্যবস্থার দ্রুততা, স্বচ্ছতা ও জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত হবে।