বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ঝালকাঠিতে জাল নোট মামলায় দুজনের ১৪ বছরের জেল

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ১৯:৫২, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২০:১০, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ঝালকাঠিতে জাল নোট মামলায় দুজনের ১৪ বছরের জেল

ঝালকাঠিতে জাল নোট রাখার দায়ে দুজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— নুপুর বেগম (৩৫), পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর গ্রামের আল আমিন হাওলাদারের স্ত্রী। জসিম খলিফা (৩৬), ঝালকাঠি সদর উপজেলার দেউড়ি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

রায় ঘোষণার সময় নুপুর বেগম আদালতে উপস্থিত ছিলেন। তবে জসিম খলিফা এখনো পলাতক।

২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি শহরের কবিরাজবাড়ি সড়কে বিএডিসি অফিসের সামনে অভিযান চালান সদর থানার উপপরিদর্শক (এসআই) সুবর্ণচন্দ্র দে। এ সময় আসামিদের কাছ থেকে ২ লাখ ৯৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত নোটের মধ্যে ছিল—

  • ১৯৬টি ১০০০ টাকার নোট
  • ২০০টি ৫০০ টাকার নোট
  • ৫টি ২০০ টাকার নোট

ঘটনার পর রাতেই এসআই সুবর্ণচন্দ্র দে বাদী হয়ে সদর থানায় মামলা করেন। একই বছরের ৮ জুন তদন্ত শেষে উপপরিদর্শক সিদ্দিকুর রহমান আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার সরকারি পক্ষের আইনজীবী (অ্যাডিশনাল পিপি) মো. আককাস সিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আদালত দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। এটি জাল নোট চক্রের জন্য একটি বড় সতর্কবার্তা।”

পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন আরও জানান, “জাল নোটের মতো গুরুতর অপরাধ সমাজ ও অর্থনীতিকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। এই রায় ভবিষ্যতে অন্যদের জন্যও শিক্ষা হয়ে থাকবে।”

আসামিপক্ষের আইনজীবী ছিলেন বনি আমিন বাকলাই।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু