সোনাইমুড়ীতে ট্রাকে ধাক্কা খেয়ে বাসচালক নিহত
নোয়াখালী সংবাদদাতা
প্রকাশ: ১৭:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০১:১০, ১৮ সেপ্টেম্বর ২০২৫

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাওতলা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে বাস চালক নিহত এবং আহত হয়েছেন অন্তত ৩৩ যাত্রী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বেলায়েত হোসেন (৪৯), যিনি দুর্ঘটনাকবলিত একুশে পরিবহনের বাসচালক।
স্থানীয়রা জানায়, একটি ট্রাক চাকা পাংচার হওয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ওই সময় দ্রুতগতির জোনাকি পরিবহনের একটি বাস ট্রাকটিকে ওভারটেক করে চলে যায়। এরপর পেছনে থাকা একুশে পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত বেলায়েতকে স্থানীয়রা উদ্ধার করে বজরা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসের ৩৩ যাত্রী কমবেশি আহত হন। তাদের মধ্যে ১৫ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়ার জন্য চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ব্যবস্থা নেবে।