সাজেকে জিপ খাদে পড়ে খুবি ছাত্রী নিহত, আহত ১২
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৬:১১, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০২:৪২, ১৮ সেপ্টেম্বর ২০২৫

রাঙামাটির সাজেক ভ্যালি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাজেকের হাউস পাড়া এলাকায় পর্যটকবাহী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই নিহত হন ফিজিক্স বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, খাগড়াছড়ির উদ্দেশ্যে সাজেক থেকে ফেরার পথে জিপটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। গুরুতর আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নিহত ও আহতদের পরিচয়
নিহত: রুবিনা আফসানা রিংকি, শিক্ষার্থী, ফিজিক্স বিভাগ, ২১ ব্যাচ, খুলনা বিশ্ববিদ্যালয়।
আহত: ১২ জন, তাদের সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী।
একজন শিক্ষকও শিক্ষার্থীদের সঙ্গে ভ্রমণে ছিলেন বলে জানা গেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, “আমি খবর পেয়েছি। আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে নিশ্চিত হয়েছি।”
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইকবাল হোছাইনও ঘটনাটি নিশ্চিত করেছেন।
সাজেক ভ্যালি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হলেও সড়ক দুর্ঘটনার ঝুঁকি ক্রমেই বাড়ছে। পাহাড়ি আঁকাবাঁকা সড়ক, পরিবহনের মানহীনতা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে দীর্ঘদিন ধরে পর্যটকদের ক্ষোভ রয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনা রোধে পর্যটন এলাকায় নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাপনা আরও জোরদার করা হবে।