টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, উত্তেজনা ছড়ালো এলাকায়
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৪:১১, ১৭ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইল সদর উপজেলায় মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কুইজবাড়ি বাজার পশ্চিম লিওন বেকারিতে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
নিহতের নাম লিলি আক্তার (৪২)। তিনি কুইজবাড়ি এলাকার বিএনপি নেতা এসএম আনিছুর রহমান ওরফে উত্তমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুখোশধারী ৪-৫ জন সন্ত্রাসী হঠাৎ বেকারিতে ঢুকে পড়ে। তারা আনিছুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন—"নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের শনাক্তে কাজ চলছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।"
এ ঘটনার পর এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন—
"মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তমের সহধর্মিণী সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"
বিএনপি নেতার স্ত্রীকে হত্যার এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় বিএনপি নেতারা এটিকে "পরিকল্পিত হামলা" বলে দাবি করেছেন। অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্ত শেষে ঘটনার আসল উদ্দেশ্য ও জড়িতদের চিহ্নিত করা যাবে।