ঝিনাইদহে জমির ন্যায্যমূল্যের দাবিতে মহাসড়ক অবরোধ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৩:৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ঝিনাইদহ-যশোর মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার প্রকল্পে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীদের ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার মেইন বাসস্ট্যান্ড এলাকায় ব্যানার-ফেস্টুন হাতে এ কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও নানা শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম রসুল, শহিদুল ইসলাম, বদরুজ্জামান, ডা. জহুরুল ইসলাম, কমিশনার আনোয়ার হোসেনসহ ক্ষতিগ্রস্ত মালিকেরা।
তারা অভিযোগ করেন—
জমির বর্তমান বাজারমূল্যের বদলে ২০২২ সালের মৌজামূল্য ধরে ক্ষতিপূরণ নির্ধারণ করা হচ্ছে।
যে জমির দাম প্রায় ১০ লাখ টাকা, সেখানে মাত্র ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।
অনেক ক্ষেত্রে একটি বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠানের আংশিক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, সম্পূর্ণ নয়।
বক্তারা বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে তারা নন, তবে সুষ্ঠু ক্ষতিপূরণ ছাড়া বাস্তুচ্যুত হওয়া মেনে নেওয়া সম্ভব নয়।
মানববন্ধন শেষে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীরা ঝিনাইদহ-যশোর মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নামেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ঝিনাইদহ থেকে যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাগামী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা দ্রুত সময়ের মধ্যে ন্যায্যমূল্যের ভিত্তিতে ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলমান ছিল।