দিনাজপুরে সাপের কামড়ে প্রাণ গেল ৩ গৃহবধূর
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩:২৩, ১৭ সেপ্টেম্বর ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পৃথক তিনটি ঘটনায় সাপের কামড়ে তিন গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া ও কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে দুজন মারা যান। আর এর দুই দিন আগে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে কাজিহাল ইউনিয়নের পুকুরি সিংপাড়া এলাকায় মারা যান আরেকজন।
রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্রর স্ত্রী কনিকা রানী (৪৫) রান্নার সময় খড়ির ভেতর থেকে বের হওয়া সাপে কামড় খেয়ে গুরুতর আহত হন। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। তবে সেখানেই নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী বুলবুলি বেগম (৩৫) সকালে মাটির চুলা থেকে ছাই তুলতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হন। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে নেওয়ার সময় মৃত্যুবরণ করেন।
একই উপজেলার পুকুরি সিংপাড়া গ্রামের শ্যামল রায়ের স্ত্রী বিনা রানী (৪৫) রোববার রাতে ঘরের মাঝখানে একটি খালের মুখ পা দিয়ে বন্ধ করতে গেলে ভিতরে থাকা সাপ পায়ে কামড়ায়। মুহূর্তেই তিনি ছটফট করতে করতে মারা যান।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আলম জানিয়েছেন, হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন মজুদ রয়েছে। তবে রোগীর অবস্থার উপর ভিত্তি করে সঠিক প্রক্রিয়ায় তা প্রয়োগ করা হয়। সাপের কামড়ে আক্রান্ত তিন গৃহবধূর অবস্থাই হাসপাতালে আসার আগেই মারাত্মক খারাপ হয়ে যায়। একজনের ক্ষেত্রে তো সাপের কামড়ের স্পষ্ট উপসর্গও পাওয়া যায়নি। উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে পাঠানো হলেও, তারা সবাই পথে মৃত্যুবরণ করেন।