প্রথম চালানে ভারতে গেল ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ১২:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। প্রথম চালানে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ বেনাপোল স্থলবন্দর হয়ে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার পর সাতটি ট্রাকে করে ইলিশগুলো পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন।
বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতের কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান—ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল এবং আর জে ইন্টারন্যাশনাল ইলিশগুলো আমদানি করছে। অন্যদিকে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করেছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ এবং লাকী ট্রেডিং।
বাংলাদেশ সরকার ইতিমধ্যে মোট এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। এ অনুমতি পেয়েছে ৩৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠান। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে মোট ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে ৩৬০ টন এবং দু’টি প্রতিষ্ঠানকে ২০ টন করে ৪০ টন ইলিশ রপ্তানির অনুমতি প্রদান করা হয়েছে।