রংপুরে ‘পদ্মরাগ কমিউটারের’ ৫ বগি লাইনচ্যুত
৭ ঘণ্টা বন্ধ ঢাকা–রংপুর রেল যোগাযোগ
রংপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০২:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০২৫

রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা–রংপুর রেল যোগাযোগ সাত ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এতে আটকা পড়েছেন হাজারো যাত্রী, সৃষ্টি হয়েছে ব্যাপক ভোগান্তি।
দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেসকে ক্রসিং শেষে মেইন লাইনে ওঠার সময় দুর্ঘটনায় পড়ে। এ সময় ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তবে হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানিয়েছেন, লাইনচ্যুতির বিশৃঙ্খলায় কিছু যাত্রীর মালামাল খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে উৎসুক জনতার ভিড় জমে। বিকেল পৌনে ৫টার দিকে লালমনিরহাট থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত ছিল।
পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম বলেন, ‘‘লাইনচ্যুতির কারণে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেসসহ দোলনচাঁপা, করতোয়া, পদ্মরাগ, রামসাগর, নাইনটিন আপ-ডাউন ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উদ্ধার না হওয়া পর্যন্ত রেল চলাচল বন্ধ থাকবে।’’
লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভাগীয় প্রকৌশলী মো. শিপন আলী ঘটনাস্থল থেকে জানান, ‘‘উদ্ধার কাজ চলছে। আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ে বগিগুলো সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করতে।’’
উত্তরাঞ্চলের ঢাকা–রংপুর রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রী ও পণ্য পরিবহনে বড় ধরনের স্থবিরতা তৈরি হয়েছে।