বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

বগুড়ায় প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়া সংবাদদাতা

প্রকাশ: ১৬:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—কুয়েত প্রবাসী ইদ্রীদ আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও তাদের ছেলে ইমরান হোসেন (১৮)।

পুলিশের ধারণা, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে মা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। মঙ্গলবার সকালে স্বজনরা জানালা দিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে। খবর পেয়ে সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, “ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।”

নিহতদের স্বজনরা জানান, বাড়ি থেকে একটি মোটরসাইকেল, নগদ টাকা এবং প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তাদের দাবি, এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত এবং লুটপাটই ছিল মূল উদ্দেশ্য।

ঘটনার পর গ্রামে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের ভয়াবহ হত্যাকাণ্ডে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু