ভাঙ্গায় উত্তেজনা অব্যাহত
ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বহালে ইসিকে ডিসির চিঠি
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৩:১৪, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুর-৪ আসনের সীমানা পরিবর্তন ঘিরে ভাঙ্গায় উত্তেজনা চরমে পৌঁছেছে। আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে টানা আন্দোলন, সড়ক-রেল অবরোধ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় জেলা প্রশাসক (ডিসি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়ে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন।
ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যা সোমবার (১৫ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের কাছে জরুরি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়, সম্প্রতি প্রকাশিত গেজেটে ফরিদপুর-০২ ও ফরিদপুর-০৪ আসনের সীমানা পুনঃনির্ধারণ করে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে স্থানীয় জনগণ ৪ সেপ্টেম্বর থেকে সড়ক ও রেল অবরোধ, বিক্ষোভসহ নানা কর্মসূচি চালিয়ে আসছে।
১৫ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, নির্বাচন অফিস, ভাঙ্গা থানা, হাইওয়ে পুলিশের কার্যালয় এবং সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এর ফলে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাধারণ মানুষ তীব্র ভোগান্তিতে পড়ে।
ডিসি উল্লেখ করেন, ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দেওয়া হলে জনগণ মেনে নেবে না। এ কারণে আন্দোলন তীব্র হচ্ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তিনি অনুরোধ জানান, ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে আবারও ফরিদপুর-৪ আসনে যুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।
৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত তালিকায় ৩০০ আসনের সীমানা পুনঃনির্ধারণ করে ইসি। তবে ভাঙ্গার এই দুই ইউনিয়ন ফরিদপুর-২ আসনে যুক্ত করার পর থেকেই স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে উঠেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবিপূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।