আসন ফিরে পেতে বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও, উচ্চ আদালতে রিট
বাগেরহাট সংবাদদাতা
প্রকাশ: ১৬:৩৩, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৩:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে আসন ফিরে পেতে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন। তারা কার্যালয়ের প্রধান গেট ঘিরে রাখেন, ফলে কর্মকর্তা-কর্মচারীদের অফিসে প্রবেশ করতে দেখা যায়নি।
এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) বাগেরহাট প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন একটি রিট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুজিবর রহমান শামীমের পক্ষ থেকে আইনজীবী মোহাম্মদ আক্তার রসুল পৃথক আরেকটি রিট পিটিশন দাখিল করেন। এসব রিটে বাংলাদেশ সরকার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও অ্যাটর্নি জেনারেলকে বিবাদী করা হয়েছে।
সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন,“সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা এবং ব্যবসায়ীদের স্বার্থের কথা ভেবে আমরা হরতাল প্রত্যাহার করেছি। তবে আসন বহালের দাবিতে নির্বাচন অফিস ঘেরাও অব্যাহত থাকবে। বুধবারও সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একইভাবে অফিস ঘেরাও করা হবে।”
জামায়াতে ইসলামী বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মাদ ইউনুস জানান,“ইতোমধ্যে দুটি রিট হয়েছে, আরও রিটের প্রস্তুতি চলছে। আদালতে আমরা ন্যায়বিচার পাবো।”
প্রসঙ্গত, ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি আসন রাখার প্রস্তাব দেয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে বাগেরহাটজুড়ে আন্দোলন শুরু হয়। পরবর্তীতে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে তিন আসন বহাল রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। সর্বদলীয় সম্মিলিত কমিটির দাবি, এই সিদ্ধান্ত জনগণের মতামত ও স্বার্থকে উপেক্ষা করেছে।