ভাঙ্গায় ৭ ঘণ্টার অবরোধ শেষে যান চলাচল স্বাভাবিক
ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ৭ ঘণ্টা অবরোধ শেষে যান চলাচল স্বাভাবিক
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৫:১৫, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো অবরোধ সোমবার (১৫ সেপ্টেম্বর) সাত ঘণ্টা পর তুলে নিয়েছেন স্থানীয়রা। সকাল ১১টা থেকে শুরু হওয়া অবরোধ সন্ধ্যা ৬টার দিকে শেষ হয়। পরে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সকাল পর্যন্ত যান চলাচল স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলনকারীরা ভাঙ্গা উপজেলা সদরের দক্ষিণ পাড়ায় এক্সপ্রেসওয়ের গোড়ায় টায়ার জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক এবং সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “আমাদের থানা ভবনে হামলা হয়েছে। বর্তমানে আমরা সেখানে অবস্থান করছি। দুপুরের পর থেকে আমরা মহাসড়কে যাইনি। তবে সন্ধ্যা ছয়টার দিকে এলাকাবাসী নিজ উদ্যোগে অবরোধ তুলে নেয়।”
এর আগে, ফরিদপুরের আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার নির্বাচন কমিশনের গেজেট প্রকাশিত হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে তারা রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে তিন দিনের সকাল-সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু করেন। সোমবার ছিল কর্মসূচির দ্বিতীয় দিন।
স্থানীয়রা জানান, আসন পুনর্বিন্যাসের এই সিদ্ধান্ত ভাঙ্গাবাসীর স্বার্থবিরোধী। তাই তাদের দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।