বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

৫ মাসের সন্তানকে গলা কেটে হত্যা, মা আটক

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ২২:১২, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২২:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০২৫

৫ মাসের সন্তানকে গলা কেটে হত্যা, মা আটক

রংপুরের তারাগঞ্জে নিজের পাঁচ মাসের কন্যাশিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে শিশুটির মায়ের বিরুদ্ধে। শিশুটির মাকে আটক করেছে পুলিশ। তবে শিশুটির বাবা ও স্বজনরা বলছেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক।

নিহত শিশু ওই গ্রামের বাবু লাল ও তুলসী রানী দম্পতির দ্বিতীয় মেয়ে।

পুলিশ ও স্বজনরা জানায়, তুলসী রানী বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। ঘটনার দিন সকালে কান্নাকাটি করায় দাদি পাতানী রানী শিশুটিকে দুধ খাওয়ানোর জন্য মায়ের হাতে তুলে দেন। কিছুক্ষণ পর শিশুটিকে ঘরে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে শিশুটির রক্তাক্ত মৃতদেহ বাবু লালের হাতে তুলে দেন তুলসী রানী।

শিশুটির বাবা হোটেলশ্রমিক বাবু লাল বলেন, ‘কোনো কিছু বুঝে উঠতে পারছি না। বেশ কিছুদিন ধরে আমার বউ অসুস্থ। যার কারণে বাচ্চাটা আমার মায়ের কাছে থাকত। সকালে দুধ খাওয়ার জন্য কান্না করছিল বাচ্চাটি। এজন্য মা বাচ্চাকে তুলসির কাছে দেন। ঘরে নিয়ে যাওয়ার পর বাচ্চার কান্না থেমে যায়। কিছুক্ষণ পর বউ গলা কাটা রক্তাক্ত বাচ্চা আমার হাতে তুলে দেয়। আমি হতভম্ব হয়ে যাই। মেয়েটার কান্না থামল, কিন্তু এভাবে থামবে কোনোদিন ভাবিনি।’

শিশুটির দাদি পাতানী রানী বলেন, ‘বউমার মাথার সমস্যার কারণে ৫ থেকে ৬ দিন ধরে নাতনি আমার কাছেই থাকত। সকালে সে কান্না করছিল, তাই বউকে দুধ খাওয়াতে দেই। কিছুক্ষণ পর দেখি আমার ছেলে হাতে গলা কাটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে কান্না করছে। বউ শুধু চুপ করে দাঁড়িয়ে আছে।’

ওসি ফারুক বলেন, ‘ঘটনাস্থল থেকে ওই নারীকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। তবে স্বজনরা জানিয়েছেন, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।’

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তারপরও ঘটনাটি খতিয়ে দেখা হবে বলে জানান ওসি।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু