বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

বেনাপোল দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে ৪৭০ কোটি টাকার মাছ রপ্তানি

আগের বছরের তুলনায় বেড়েছে ছয় হাজার টন

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২১:০৬, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০২:৪৩, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বেনাপোল দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে ৪৭০ কোটি টাকার মাছ রপ্তানি

যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর হয়ে গত ২০২৪-২৫ অর্থবছরে ১৩ হাজার ৭৪২ টন দেশি মাছ রপ্তানি হয়েছে। এসব মাছের আর্থিক মূল্য ৪৭০ কোটি ৬১ লাখ ৮৬ হাজার টাকা। আগের অর্থবছরের তুলনায় এ বছর রপ্তানি বেড়েছে পাঁচ হাজার ৪৫০ টন। ফলে বৈদেশিক মুদ্রা অর্জনও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ব্যবসায়ীরা বলছেন, বন্দর-সংক্রান্ত ভোগান্তি কমাতে পারলে সামনের বছরগুলোতে আরও বেশি মাছ রপ্তানি করা সম্ভব হবে।

উৎপাদনে বিশ্বে বাংলাদেশ তৃতীয়

বাণিজ্য সংশ্লিষ্টরা জানাচ্ছেন, মাছ উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। দেশে বছরে প্রায় ১৭ কোটি মানুষের জন্য মাছের চাহিদা রয়েছে ৪৮ লাখ টনের মতো। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে মাছের উৎপাদন হয়েছে ৫০ লাখ ১৮ হাজার টন। অর্থাৎ চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় কয়েক বছর ধরে মাছ রপ্তানি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

২০২৪-২৫ অর্থবছরে বিশ্ববাজারে রপ্তানি হয়েছে পাঁচ হাজার ১৪৫ কোটি টাকার ৯১ হাজার টন মাছ ও মৎস্যজাত পণ্য। এর মধ্যে কেবল বেনাপোল বন্দর দিয়েই ভারতে গেছে ১৩ হাজার ৭৪২ টন মাছ।

বৈদেশিক মুদ্রা অর্জন

ওই বছর বেনাপোল দিয়ে মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে তিন কোটি ৮৩ লাখ ৪৮ হাজার ৯৭৬ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ৪৭০ কোটি ৬১ লাখ টাকার বেশি। এর আগের ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি হয়েছিল ৮ হাজার ২৯২ টন মাছ, যা থেকে আয় হয়েছিল দুই কোটি ৫৪ লাখ ডলার বা প্রায় ৩১২ কোটি টাকা।

অর্থাৎ, এক বছরে রপ্তানি বেড়েছে ৬ হাজার ৪৫০ টন এবং বৈদেশিক মুদ্রা আয় বেড়েছে প্রায় এক কোটি ২৯ লাখ মার্কিন ডলার।

তবে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রপ্তানি কার্যক্রমের কাগজপত্র সম্পন্ন করতে এখনও খুলনায় যেতে হয়। বন্দর থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে গিয়ে এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়ে সময়ক্ষেপণ হয় এবং পচনশীল পণ্য মাছ রপ্তানিতে বিঘ্ন ঘটে।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, “খুলনা থেকে ছাড়পত্র নেওয়ার কারণে অনেক ভোগান্তি হয়। যদি এসব কার্যক্রম বেনাপোলেই সম্পন্ন করা যেত, তাহলে ব্যবসায়ীরা আরও উৎসাহিত হতেন এবং রপ্তানির পরিমাণও বাড়ত।”

বেনাপোল ফিস কোয়ারেন্ট অফিসার আস-ওয়াদুল বলেন, “গত বছরের চাইতে এবার রপ্তানি বেড়েছে। সুবিধা আরও বাড়ানো হলে ব্যবসায়ীরা আরও আগ্রহী হবেন।” 

তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল দিয়ে রপ্তানিকৃত মাছের মধ্যে ১৩ হাজার ২১০ টন ছিল মিঠা পানির মাছ। দুর্গাপূজার আগে ভারতে ৫৩২ টন ইলিশও রপ্তানি করা হয়েছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু