চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টা পর উদ্ধার
জিজ্ঞাসাবাদে একজন আটক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: ২০:০৯, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৪:৪৫, ১৬ সেপ্টেম্বর ২০২৫

খুলনায় বেসরকারি ড্যাপস্ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে চুরি হওয়া মাত্র ৪ দিনের এক নবজাতককে পুলিশের সাঁড়াশি অভিযানে সাড়ে ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর রূপসা ট্রাফিক মোড়ে অবস্থিত ওই ক্লিনিক থেকে নবজাতকটি চুরি হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালানো হয়। বিকেল ৬টার দিকে মহানগরীর রূপসা ইস্পাহানী গলি থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
খুলনা সদর থানার ওসি (তদন্ত) শাহজাহান আহমেদ বলেন, “চুরির খবর পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান শুরু হয়। রূপসা ট্রাফিক মোড় থেকে ইস্পাহানী গলিতে গিয়ে নবজাতককে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।”
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুদ বলেন, “সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনকে শনাক্ত করা যায়। আমাদের দ্রুত পদক্ষেপের কারণে নবজাতককে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।”
নবজাতকের পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) খুলনার ড্যাপস্ হসপিটালে বাগেরহাটের মোংলার সিগন্যাল রোডের বাসিন্দা সুজন মিয়া ও ফারজানা আক্তার দম্পতির ঘরে ছেলের জন্ম হয়।
শিশুটিকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়ায় পরিবার স্বস্তি প্রকাশ করেছে এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।