বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

এবার জামায়াতে যোগ দিলেন চাঁপাইনবাবগঞ্জের ২৫ হিন্দু ধর্মালম্বী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮:২৮, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৪:৫০, ১৬ সেপ্টেম্বর ২০২৫

এবার জামায়াতে যোগ দিলেন চাঁপাইনবাবগঞ্জের ২৫ হিন্দু ধর্মালম্বী

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২৫ জন হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

এই নিয়ে ওই এলাকায় বেশ চাঞ্চলের সৃষ্টি হয়েছে। কারণ স্থানীয়রা এর আগে আর কখনোই হিন্দুদের জামাতে ইসলামীতে যোগদানের খবর পাননি।

তারা গত রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে দলের জেলা কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন।

জামায়াতে নাম লেখানো সুমন কুমার সাহা বলেন, “আমরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছি, কারণ এ দলের রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থাটা আমাদের ভালো লাগে। আমরা আমাদের ধর্ম পালন করব; তারা তাদের ধর্ম পালন করবে। এতে কারও কোনো সমস্যা হবে না।”

জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন- পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুকুমার পরামানিক, চন্দন দাস, সুদর্শন মন্ডল, বক্ষনাথ ঠাকুর, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, সতীশ মন্ডল, বাবলু মন্ডল, সিতু মন্ডল, সুমল মন্ডল, দলন মন্ডল ও মন্টু লাল চৌধুরী।

এ ব্যাপারে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ লতিফুর রহমান বলেন, ‘সনাতন’ ধর্মাবলম্বীরা স্বতস্ফূর্তভাবে জামায়াত ইসলামীর রাজনীতিতে যোগদান করেছেন।

জামায়াতের এই নেতা আরও বলেন, “আমাদের রাজনীতি নীতি, আদর্শ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হয়। তাদের এ সিদ্ধান্ত প্রমাণ করে মানুষ আদর্শভিত্তিক রাজনীতির প্রতিই আস্থা রাখে। সনাতন ধর্মাবলম্বী ২৫ জন জামায়াত ইসলামীতে যোগদান করেছেন । আগামীতে আরো অনেকেই যোগ দেবেন।”

তিনি বলেন, “আমাদের গঠনতন্ত্রে আছে জামায়াত ইসলামীর রাজনীতি এবং অর্থনীতি ব্যবস্থার সাথে ঐক্যমত পোষণ করে যেকোনো ধর্মের মানুষ যুক্ত হতে পারবেন। তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবেন।”

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু