কেন্দুয়ায় মানব পাচারের চেষ্টা
চীনা নাগরিকসহ আটক ২, তিন তরুণী উদ্ধার
নেত্রকোনা সংবাদদাতা
প্রকাশ: ১৭:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৪:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০২৫

নেত্রকোনার কেন্দুয়ায় মানব পাচারের চেষ্টার ঘটনায় এক চীনা নাগরিকসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। এসময় তিন তরুণীকে উদ্ধার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, আন্তর্জাতিক নারী পাচার চক্র বিয়ের নাটক সাজিয়ে এ কাজ করার চেষ্টা করছিল।
গত ১ সেপ্টেম্বর কেন্দুয়ার কমলপুর গ্রামের গার্মেন্টস কর্মী আলফা আক্তারকে (১৮) বিয়ে করেন চীনা নাগরিক লি ওয়েই হাও। তিনি দাবি করেন, ২০ সেপ্টেম্বর আলফাকে চীন নিয়ে যাবেন এবং এর বিনিময়ে পরিবারের সদস্যদের ১ লাখ টাকা দেবেন।
১৪ সেপ্টেম্বর তিনি আবার আলফার বাড়িতে যান, সঙ্গে ছিলেন স্থানীয় দালাল ফরিদুল ইসলাম ও আরও দুই তরুণী। এদের মধ্যে জামালপুরের বৃষ্টি (১৭) জানান, সেও এক চীনা নাগরিকের সঙ্গে সম্প্রতি বিয়ে করেছেন।
তবে আলফার পরিবারের সদস্যরা যখন বৈধ কাগজপত্র দেখতে চান, লি ওয়েই হাও তা দেখাতে ব্যর্থ হন। তার কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর লি ওয়েই হাও ও ফরিদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।
উদ্ধার হওয়া তিন তরুণী হলেন—আলফা আক্তার (১৮), গ্রাম কমলপুর, কেন্দুয়া পৌরসভা।বৃষ্টি (১৭), গ্রাম গোপীনদী, জামালপুর।লিজা আক্তার (২০), গ্রাম গগডা (নানার বাড়ি), কেন্দুয়া।
গ্রেফতারকৃতরা হলেন—লি ওয়েই হাও, চীনা নাগরিক।মো. ফরিদুল ইসলাম, গ্রাম সুখদেব পশ্চিম পাড়া, রাজারহাট, কুড়িগ্রাম।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে আন্তর্জাতিক মানব পাচার চক্র জড়িত থাকতে পারে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি মূল চক্রকে শনাক্তের চেষ্টা চলছে।