ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৭:২৬, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেন দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনিয়ন্দ এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুল মিয়ার স্ত্রী পপি আক্তার (২৩) এবং একই উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে অটোরিকশাচালক সাদেক মিয়া (৩৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে অটোরিকশাটি কসবা উপজেলা থেকে যাত্রী নিয়ে আখাউড়ার মনিয়ন্দ গ্রামে যাচ্ছিল। এসময় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার মুহূর্তে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান যাত্রী পপি আক্তার ও চালক সাদেক মিয়া।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশে প্রতি বছর অরক্ষিত রেলক্রসিংয়ে অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা মনে করছেন, দুর্ঘটনা এড়াতে দ্রুত এসব অরক্ষিত ক্রসিংয়ে গেট স্থাপন ও আধুনিক সতর্কীকরণ ব্যবস্থা গ্রহণ জরুরি।