সিলেটের ডিসি সারওয়ার আলম ও এডিসি নুরের জামানকে শোকজ করল আদালত
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪০, ১৫ সেপ্টেম্বর ২০২৫

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সারওয়ার আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরের জামানকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছেন আদালত।
গত ১১ সেপ্টেম্বর সিলেটের সিনিয়র সহকারী জজ আদালত এই শোকজ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী এ এইচ ইরশাদুল হক জানান, আদালত উভয় কর্মকর্তাকে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলেছেন।
স্কুলের সিনিয়র শিক্ষক আবেদা হক মামলা করে অভিযোগ করেন, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম তার এখতিয়ারবহির্ভূত ও বেআইনি আদেশে তাকে এবং সহকর্মী শিক্ষক মো. রোকন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছেন।
৯ সেপ্টেম্বর জারি করা সেই বরখাস্ত আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি মোকদ্দমা নং-৪২৬/২৫ আদালতে দায়ের করেন।
বাদীর আর্জিতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন গ্রহণ করে আদালত সেটি মঞ্জুর করেন। পাশাপাশি ডিসি ও এডিসিকে কারণ দর্শানোর নির্দেশ দেন। বিষয়টি এখন বিচারাধীন।
গত ৯ সেপ্টেম্বর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের স্বাক্ষরে আবেদা হক ও রোকন উদ্দিনকে ‘সার্ভিস রুলস অ্যান্ড রেগুলেশনস’ অনুযায়ী বরখাস্ত করা হয়। তবে এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে মামলা করেন তারা।
আইনজীবী ইরশাদুল হক জানান, আদালত শিগগিরই বিস্তারিত শুনানি করবেন এবং দুই কর্মকর্তার ব্যাখ্যার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবেন।