বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

ভাঙ্গায় উত্তাল আন্দোলন

ভাঙ্গায় আসন পুনর্বিন্যাস বিরোধী বিক্ষোভে সহিংসতা,  থানা-উপজেলা পরিষদে হামলা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬:১৪, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৬:১৬, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ভাঙ্গায় আসন পুনর্বিন্যাস বিরোধী বিক্ষোভে সহিংসতা,  থানা-উপজেলা পরিষদে হামলা

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ সোমবার (১৫ সেপ্টেম্বর) সহিংস রূপ নেয়। দুপুর ১টার পর থেকেই বিক্ষোভকারীরা থানা, উপজেলা পরিষদ, হাইওয়ে থানা ও পৌরসভা কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। সহিংসতায় পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হয়েছেন।

লিশের সঙ্গে সংঘর্ষ
সরেজমিনে দেখা যায়, ভাঙ্গা বাসস্ট্যান্ডে আগে থেকে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে বিভিন্ন এলাকা থেকে লাঠিসোঁটা, রামদাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত কয়েক হাজার মানুষ যোগ দেন। মুহূর্তেই তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। কয়েকজন পুলিশ সদস্য রক্তাক্ত অবস্থায় দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী ঈদগাহ মসজিদে আশ্রয় নেন। এরপর থানায় গিয়ে গাড়ি ও অফিসকক্ষ ভাঙচুর করা হয়। উপজেলা পরিষদ কার্যালয়, হাইওয়ে অফিস ও পৌরসভা ভবনেও হামলা হয়।

সাংবাদিকদের ওপর হামলা
বিক্ষোভকারীরা সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেন। মাইটিভির ভাঙ্গা উপজেলা প্রতিনিধি সরোয়ার হোসেন এ ঘটনায় আহত হন।
ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, “আমরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করছি। নির্বাচন কমিশনকে জানানো হয়েছে এবং দ্রুত প্রতিবেদন পাঠানো হবে। আশা করি কয়েক দিনের মধ্যে সমাধান আসবে।”
গত ৪ আগস্ট নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হয়। এরপর থেকেই স্থানীয়রা মহাসড়ক ও রেলপথ অবরোধসহ ধারাবাহিক আন্দোলন করে আসছেন। সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ম ম সিদ্দিক মিয়া গ্রেপ্তারের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পুলিশ ইতোমধ্যে ৯০ জনের নাম উল্লেখ করে মামলা করেছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু