বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দী
আলু রপ্তানির লক্ষ্য নিয়ে কাজ করছি
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২১:০০, ৫ সেপ্টেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী এক-দুই মাসের মধ্যে আলুর দাম কিছুটা বাড়তে পারে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিসিবির মাধ্যমে আলু বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি রপ্তানির লক্ষ্য নিয়েও সক্রিয়ভাবে কাজ চলছে।
শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারযোগে পৌঁছে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “আমাদের বাজার পর্যবেক্ষণ এবং কৃষকের ন্যায্যমূল্য পাওয়ার ক্ষেত্রে আমরা মনে করছি রপ্তানিই একমাত্র উপায়। গত বছর আলুর দাম ৮০ থেকে ৯০ টাকায় উঠে গিয়েছিল। এ বছর ফলন ভালো হওয়ায় উদ্বৃত্ত তৈরি হয়েছে, আর সেটাই বাজারে চাপ সৃষ্টি করেছে। আশা করি, যদি কিছু আলু রপ্তানি করতে পারি তবে এই সংকট মোকাবিলা সম্ভব হবে।”
তিনি আরও জানান, আলুর চাহিদা ধীরে ধীরে বাড়ছে এবং সরকার চেষ্টা করছে কৃষক যেন ন্যায্য দাম পান, সেই সঙ্গে ভোক্তার স্বার্থও রক্ষা করা যায়।
গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে শেখ বশিরউদ্দীনকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে তিনি মর্তুজাপুর মাদ্রাসায় জুমার নামাজ আদায় করেন এবং তাঁর শ্বশুর, সাবেক সংসদ সদস্য আব্দুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।