বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

আই.বি.ডব্লিউ.এফ কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২০:১৫, ৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২০:১৭, ৫ সেপ্টেম্বর ২০২৫

আই.বি.ডব্লিউ.এফ কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠি

কুড়িগ্রামে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই.বি.ডব্লিউ.এফ)-এর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন। শুক্রবার সকাল ৯টায় আলিয়া কামিল মাদ্রাসা হল রুমে আয়োজিত এই সম্মেলনে প্রায় পাঁচ শতাধিক শিল্পোদ্যোক্তা ব্যবসায়ী অংশ নেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর (সাবেক) অডিট কমিটির চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল ইসলাম। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “দেশের অর্থনৈতিক উন্নয়নের ৯০ ভাগ সফলতা আসে ব্যবসা থেকে। ব্যবসায়ীগণ দেশের অর্থনীতির চাবিকাঠি। হালাল সততার ভিত্তিতে ব্যবসা পরিচালিত হলে অর্থনীতির চাকা আরও শক্তিশালী হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মোঃ জহুরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সহসভাপতি এসএম শফিকুল হক।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক উদ্যোগক্তা মাওলানা আবদুল মতিন ফারুকী। তিনি বলেন, “হালাল রুজি অন্বেষণ করা একটি ফরজের পর আরেকটি ফরজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জোনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ারুল ইসলাম এবং মোঃ জিল্লুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন মাওলানা মোঃ নিজাম উদ্দিন, ব্যবসায়ী মোঃ আনোয়ারুল ইসলাম (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী), কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, বিশিষ্ট শিল্পপতি মোহাম্মাদিয়া হাসপাতালের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর খান প্রমুখ।

পবিত্র কুরআন তেলওয়াত করেন মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী।

ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হলো ব্যবসায়ী শিল্পোদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা, ব্যবসায়িক আর্থিক সততা রক্ষা করা এবং আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা করা।

লক্ষ্যে সংগঠনটি সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, গোলটেবিল বৈঠক বাণিজ্য মেলার আয়োজন করে আসছে। একইসাথে প্রতিভাবান উদ্যোক্তা তৈরী, সমাজসেবা, সংস্কার কল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যবসায়ীদের সম্পৃক্ত করাও ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য।

নতুন কমিটি ঘোষণা

সম্মেলনে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জহুরুল ইসলাম, সহসভাপতি এসএম শফিকুল হক এবং সেক্রেটারি আশরাফুল আলম।

 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু