বরগুনায় ডেঙ্গুতে আরও এক প্রাণহানি, মোট মৃত্যু ৪৫
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৬:৫৩, ৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৮:১৪, ৩ সেপ্টেম্বর ২০২৫

বরগুনায় ডেঙ্গুর প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নারায়ণ গোমস্তা (৭৫) নামে এক বৃদ্ধ। তিনি সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৪৫ জনে।
বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে শুধু বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ জন। এছাড়া বেতাগীতে ১ জন, বামনায় ৩ জন এবং পাথরঘাটায় ৯ জন রোগী শনাক্ত হয়েছে।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১২৮ জন রোগী চিকিৎসাধীন আছে। এ বছর এখন পর্যন্ত ৬ হাজার ১৭৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৪৯ জন।
বরগুনার হাসপাতালেই ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। জেলার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছে আরও ৩৭ জন। সব মিলিয়ে বরগুনায় এ বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা ৪৫।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, “বর্ষা যতদিন থাকবে, ততদিন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়বে-কমবে। যদিও কয়েক সপ্তাহ আগে আক্রান্তের সংখ্যা শূন্যের কোটায় চলে এসেছিল, এখন আবার বাড়তে শুরু করেছে। সচেতন না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”