নওগাঁয় শিশু ধর্ষণ মামলার রায় : যাবজ্জীবন কারাদণ্ড
নওগাঁ সংবাদদাতা
প্রকাশ: ১৫:৫২, ২৪ আগস্ট ২০২৫

নওগাঁয় এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের মামলায় আব্দুস সালাম (৩৮) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার(২৪ আগস্ট) বেলা ১১টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১১ জুলাই বিকেলে পত্নীতলা উপজেলার কাদিয়াল বাজারের পশ্চিম পাশ থেকে এক কিশোরীকে সিএনজিযোগে অপহরণ করে আব্দুস সালাম। পরে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর দক্ষিণ পাড়া গ্রামের মোজাফ্ফর রহমানের ভাড়া বাসায় আটক রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে।
পরবর্তীতে কিশোরীর বাবা পত্নীতলা থানায় মামলা দায়ের করলে র্যাব অভিযান চালিয়ে ওই ভাড়া বাসা থেকে মেয়েকে উদ্ধার করে এবং আসামিকে গ্রেফতার করে।
তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজকের এ রায় ঘোষণা করা হয়।
রায়ে আব্দুস সালামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হলেও বাকি তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট রেজাউল করিম ও অ্যাডভোকেট আতিকুর রহমান এ রায়ে সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফাহমিদা কুলসুম জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
যাবজ্জীবনপ্রাপ্ত আসামি আব্দুস সালাম নওগাঁ সদর উপজেলার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।