বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

নওগাঁয় শিশু ধর্ষণ মামলার রায় : যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁ সংবাদদাতা

প্রকাশ: ১৫:৫২, ২৪ আগস্ট ২০২৫

নওগাঁয় শিশু ধর্ষণ মামলার রায় : যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁয় এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের মামলায় আব্দুস সালাম (৩৮) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার(২৪ আগস্ট) বেলা ১১টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১১ জুলাই বিকেলে পত্নীতলা উপজেলার কাদিয়াল বাজারের পশ্চিম পাশ থেকে এক কিশোরীকে সিএনজিযোগে অপহরণ করে আব্দুস সালাম। পরে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর দক্ষিণ পাড়া গ্রামের মোজাফ্ফর রহমানের ভাড়া বাসায় আটক রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে।
পরবর্তীতে কিশোরীর বাবা পত্নীতলা থানায় মামলা দায়ের করলে র‌্যাব অভিযান চালিয়ে ওই ভাড়া বাসা থেকে মেয়েকে উদ্ধার করে এবং আসামিকে গ্রেফতার করে।

তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজকের এ রায় ঘোষণা করা হয়।
রায়ে আব্দুস সালামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হলেও বাকি তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট রেজাউল করিম ও অ্যাডভোকেট আতিকুর রহমান এ রায়ে সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফাহমিদা কুলসুম জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
যাবজ্জীবনপ্রাপ্ত আসামি আব্দুস সালাম নওগাঁ সদর উপজেলার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু