দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান : এ্যানি
লক্ষ্মীপুর সংবাদদাতা
প্রকাশ: ১৫:৪৫, ২৪ আগস্ট ২০২৫

লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আগামি জাতীয় নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার জন্য পরিকল্পনা তৈরি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ্যানি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত ধাপে ধাপে তারেক রহমান লন্ডন থেকে উন্নত বিশ্বের পরিকল্পনা নিয়ে আমাদের সামনে হাজির হবেন। আমরা তার অপেক্ষায় আছি। কিছু মামলা জটিলতা থাকলেও তা বড় কোনো প্রতিবন্ধকতা নয়। ইনশাআল্লাহ, নভেম্বরের মধ্যেই আমরা তাকে কাছাকাছি দেখতে পাবো।”
এ্যানি আরও বলেন, রাজনীতি করতে গেলে সম্মান ও সেবাকে অগ্রাধিকার দিতে হয় এবং ত্যাগ স্বীকার করাই প্রকৃত রাজনৈতিক আদর্শ। তিনি সতর্ক করে বলেন, “রাজনীতি যদি পকেট ভরার জন্য হয় তবে বিএনপি থেকে বিদায় নিতে হবে। তারেক রহমান এবার খুবই কঠোর।”
রবিবার (২৪ আগস্ট) দুপুরে কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলনের উদ্বোধন হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের। প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুনের রহমান শামীম।
প্রধান বক্তা ছিলেন সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম।
সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেন।