বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

মওলানা ভাসানী সেতুর তার চুরি : থানায় মামলা

গাইবান্ধা সংবাদদাতা

প্রকাশ: ১৪:০৯, ২৪ আগস্ট ২০২৫

মওলানা ভাসানী সেতুর তার চুরি : থানায় মামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জে সদ্য উদ্বোধন হওয়া মওলানা ভাসানী সেতুতে বড় ধরনের অনিয়মের ঘটনা ঘটেছে। সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সেতুর সিকিউরিটি ইনচার্জ নুরে আলম বাদী হয়ে গত শুক্রবার (২২ আগস্ট) রাতে সুন্দরগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় প্রায় ৫ লাখ ২০ হাজার টাকার বৈদ্যুতিক তার চুরির অভিযোগ আনা হয়েছে।
সেতুর দক্ষিণ পাশের সংযোগ সড়কের উভয় পাশে থাকা ৮টি ল্যাম্পপোস্টের প্রায় ৩১০ মিটার তার মাটি খুঁড়ে কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গত ১৩ জুন পরীক্ষামূলকভাবে সব লাইট জ্বালানো হলেও পরে আর আলো জ্বলেনি। উদ্বোধনের রাতেও লাইট জ্বলেনি। পরদিন চায়না সাসেক প্রকল্পের কর্মীরা মাটি খুঁড়ে তার কাটা ও চুরির বিষয়টি শনাক্ত করেন।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। চুরি যাওয়া তার উদ্ধারে অভিযান চলছে এবং চক্র শনাক্তের চেষ্টা চলছে।
এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, দ্রুত নতুন তার সংযোগ করে বৈদ্যুতিক ব্যবস্থা পুনঃস্থাপন করা হবে। একইসঙ্গে সেতুর নিরাপত্তা জোরদার ও একটি স্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, হরিপুর পয়েন্ট থেকে মাটি খুঁড়ে তার কেটে নিয়ে গেছে চোরচক্র। উদ্বোধনের দিন থেকেই আলো না থাকায় হাজারো মানুষ বিড়ম্বনায় পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অনেকে। স্থানীয়রা এ ঘটনায় এলজিইডির গাফিলতি ও অবহেলাকে দায়ী করছেন।
গত বুধবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেতুটি উদ্বোধন করেন।

ব্যয়: ৯২৫ কোটি টাকা
দৈর্ঘ্য: ১ হাজার ৪৯০ মিটার
প্রস্থ: ৯.৬ মিটার
স্প্যান সংখ্যা: ৩১টি

অর্থায়ন: বাংলাদেশ সরকার, সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওফিড)
এই সেতু নির্মাণে সংযোগ সড়ক ও নদীশাসনসহ প্রায় ১৩৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। উত্তরাঞ্চলের যোগাযোগে এটি এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু