বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

| ১২ ভাদ্র ১৪৩২

নাটোরে বাস–ভ্যান সংঘর্ষে দুইজন নিহত

নাটোর সংবাদদাতা

প্রকাশ: ১৪:০৮, ২৪ আগস্ট ২০২৫

নাটোরে বাস–ভ্যান সংঘর্ষে দুইজন নিহত

নাটোরে যাত্রীবাহী বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নাটোর–বগুড়া মহাসড়কের বারইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানিয়েছেন, বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের একটি বাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানচালক মোজাম্মেল হক ও যাত্রী আকতার হোসেন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসক পৌঁছানোর পরপরই তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক বাসটিকে নাটোরের বড়াইগ্রামের রাজাপুর এলাকা থেকে জব্দ করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
হঠাৎ প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতিতে বাস চলাচলের কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: