মাদক সন্দেহে মা ও দুই সন্তানকে গণপিটুনি ও কুপিয়ে হত্যা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৪:২৪, ৩ জুলাই ২০২৫ | আপডেট: ০০:৪৭, ২৩ আগস্ট ২০২৫

মাদক সন্দেহে মা ও দুই সন্তানকে গণপিটুনি ও কুপিয়ে হত্যা, আহত আরও একজন। কুমিল্লার মুরাদনগরে আজ সকালে এই ঘটনা ঘটে।
কুমিল্লার মুরাদনগরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এক নারী ও তার দুই সন্তানকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত নারীর আরেক মেয়ে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কড়ইবাড়ি গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। নিহতরা হলেন কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা রোকসানা আক্তার রুবি (৫৩), তাঁর ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৫)। আহত রুমা আক্তার (৩০) বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান সমাজকাল-কে বলেন, “পরিবারটির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ দীর্ঘদিনের। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, এলাকাবাসী এই অভিযোগের জেরে তাঁদের ওপর হামলা চালায়। ঘটনাটি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে পুলিশ এলাকায় অতিরিক্ত টিম মোতায়েন করেছে।” স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রোকসানার পরিবারের সঙ্গে এলাকাবাসীর বিরোধ অনেক পুরোনো। তাঁরা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায় জড়িত বলে দাবি করে আসছিলেন স্থানীয়রা। ঘটনার দিন সকালে নতুন করে বাগ্বিতণ্ডা শুরু হলে তা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে উত্তেজিত জনতা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশের একাধিক টিম একসঙ্গে তিনটি মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।