বিশ্বব্যাপী ৬ হাজার কর্মী ছাঁটাই করছে এইচপি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৩৬, ২৬ নভেম্বর ২০২৫
বিশ্বব্যাপী ৪ হাজার থেকে ৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রযুক্তি কোম্পানি এইচপি ইনকর্পোরেটেড। ২০২৮ অর্থবছরের মধ্যেই এ পুনর্গঠন সম্পন্ন হবে বলে জানায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া–ভিত্তিক প্রতিষ্ঠানটি। কাজের প্রক্রিয়া সহজ করা, পণ্য উন্নয়ন দ্রুততর করা, গ্রাহকসেবা উন্নত করা এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত—এমনটাই জানিয়েছে কোম্পানি। এ লক্ষ্যে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাত্রা আরও বাড়াবে।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, ছাঁটাইয়ের ঘোষণার পরই এইচপির শেয়ারদামে ৫ দশমিক ৫ শতাংশ পতন ঘটে। সিইও এনরিক লরেস এক বিবৃতিতে বলেন, “পণ্য উন্নয়ন, অভ্যন্তরীণ কার্যক্রম এবং গ্রাহক সহায়তা বিভাগেই মূলত ছাঁটাই করা হবে। এই উদ্যোগের ফলে আগামী তিন বছরে কমপক্ষে ১ বিলিয়ন ডলার সাশ্রয় হবে।”
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও তারা ১ হাজার থেকে ২ হাজার কর্মী ছাঁটাই করেছিল।
এআই–সক্ষম পিসির চাহিদা বাড়ছে
বিশ্ববাজারে এআই–সক্ষম কম্পিউটারের চাহিদা দ্রুত বাড়ছে। চলতি বছরের শেষ প্রান্তিকে এইচপির মোট চালানের ৩০ শতাংশই ছিল এআই সক্ষম পিসি—যা কোম্পানির ভবিষ্যৎ ব্যবসা-কৌশলকে আরও স্পষ্ট করছে।
চিপের দাম বৃদ্ধি ও ডেটা সেন্টার খরচ বাড়ায় সতর্কতা
মরগান স্ট্যানলির বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ডেটা সেন্টারের চাহিদা বেড়ে যাওয়া এবং মেমরি চিপের দাম বৃদ্ধির কারণে এইচপি ও ডেলের মতো পিসি নির্মাতাদের লাভ কমে যেতে পারে। বিশেষ করে সার্ভার বাজারে প্রতিযোগিতা তীব্র হওয়ায় ডির্যাম ও ন্যান্ড মেমরি চিপের দামও বাড়ছে।
এ বিষয়ে লরেস বলেন, “২০২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধে আমরা এর চাপ অনুভব করব। প্রথমার্ধে আমাদের হাতে পর্যাপ্ত মজুত থাকলেও দ্বিতীয়ার্ধে কম খরচের সরবরাহকারী বেছে নেওয়া, মেমরি কনফিগারেশন কমানো ও মূল্য সমন্বয়ের মতো পদক্ষেপ নিতে হবে।”
লাভের পূর্বাভাস বিশ্লেষকদের চেয়ে কম
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা ২ দশমিক ৯০ থেকে ৩ দশমিক ২০ ডলারের মধ্যে থাকবে বলে আশা করছে এইচপি—যা বিশ্লেষকদের অনুমান ৩ দশমিক ৩৩ ডলারের চেয়েও কম। তবে প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ৭৩ থেকে ৮১ সেন্ট মুনাফা প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
