মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

| ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

বিশ্বব্যাপী ৬ হাজার কর্মী ছাঁটাই করছে এইচপি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৩৬, ২৬ নভেম্বর ২০২৫

বিশ্বব্যাপী ৬ হাজার কর্মী ছাঁটাই করছে এইচপি

বিশ্বব্যাপী ৪ হাজার থেকে ৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রযুক্তি কোম্পানি এইচপি ইনকর্পোরেটেড। ২০২৮ অর্থবছরের মধ্যেই এ পুনর্গঠন সম্পন্ন হবে বলে জানায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া–ভিত্তিক প্রতিষ্ঠানটি। কাজের প্রক্রিয়া সহজ করা, পণ্য উন্নয়ন দ্রুততর করা, গ্রাহকসেবা উন্নত করা এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত—এমনটাই জানিয়েছে কোম্পানি। এ লক্ষ্যে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাত্রা আরও বাড়াবে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, ছাঁটাইয়ের ঘোষণার পরই এইচপির শেয়ারদামে ৫ দশমিক ৫ শতাংশ পতন ঘটে। সিইও এনরিক লরেস এক বিবৃতিতে বলেন, “পণ্য উন্নয়ন, অভ্যন্তরীণ কার্যক্রম এবং গ্রাহক সহায়তা বিভাগেই মূলত ছাঁটাই করা হবে। এই উদ্যোগের ফলে আগামী তিন বছরে কমপক্ষে ১ বিলিয়ন ডলার সাশ্রয় হবে।”

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও তারা ১ হাজার থেকে ২ হাজার কর্মী ছাঁটাই করেছিল।

 

এআই–সক্ষম পিসির চাহিদা বাড়ছে

বিশ্ববাজারে এআই–সক্ষম কম্পিউটারের চাহিদা দ্রুত বাড়ছে। চলতি বছরের শেষ প্রান্তিকে এইচপির মোট চালানের ৩০ শতাংশই ছিল এআই সক্ষম পিসি—যা কোম্পানির ভবিষ্যৎ ব্যবসা-কৌশলকে আরও স্পষ্ট করছে।

চিপের দাম বৃদ্ধি ও ডেটা সেন্টার খরচ বাড়ায় সতর্কতা

মরগান স্ট্যানলির বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ডেটা সেন্টারের চাহিদা বেড়ে যাওয়া এবং মেমরি চিপের দাম বৃদ্ধির কারণে এইচপি ও ডেলের মতো পিসি নির্মাতাদের লাভ কমে যেতে পারে। বিশেষ করে সার্ভার বাজারে প্রতিযোগিতা তীব্র হওয়ায় ডির‌্যাম ও ন্যান্ড মেমরি চিপের দামও বাড়ছে।

এ বিষয়ে লরেস বলেন, “২০২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধে আমরা এর চাপ অনুভব করব। প্রথমার্ধে আমাদের হাতে পর্যাপ্ত মজুত থাকলেও দ্বিতীয়ার্ধে কম খরচের সরবরাহকারী বেছে নেওয়া, মেমরি কনফিগারেশন কমানো ও মূল্য সমন্বয়ের মতো পদক্ষেপ নিতে হবে।”

 

লাভের পূর্বাভাস বিশ্লেষকদের চেয়ে কম

লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা ২ দশমিক ৯০ থেকে ৩ দশমিক ২০ ডলারের মধ্যে থাকবে বলে আশা করছে এইচপি—যা বিশ্লেষকদের অনুমান ৩ দশমিক ৩৩ ডলারের চেয়েও কম। তবে প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ৭৩ থেকে ৮১ সেন্ট মুনাফা প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

টিকিটবিহীন ২১০০ যাত্রী শনাক্ত, রেলওয়ের অভিযানে আদায় সাড়ে ৪ লাখ টাকা
সৌদিতে প্রথমবার ধনী বিদেশিদের কাছে মদ বিক্রি শুরু
অসংক্রামক রোগ প্রতিরোধে যৌথ ঘোষণা: ১ মাসের মধ্যে কর্মপরিকল্পনা
জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ
পেঁয়াজের দাম কেজিতে কমলো ৪০ টাকা
৮১ দেশীয় নির্বাচন পর্যবেক্ষককে নিবন্ধন দিল ইসি
১ জানুয়ারি থেকেই সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর প্রস্তুতি
বিএমইউয়ের গবেষণা রিপোর্ট; যথেচ্ছ ব্যবহারে অকার্যকর অনেক এন্টিবায়োটিক ওষুধ
১৬ ডিসেম্বর ৬৪ জেলায় বাজবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান
তফসিল ঘোষণার জন্য ১০ ডিসেম্বর বিটিভিকে ডেকেছে ইসি
আসিফ নজরুলের ‘মিথ্যে বনাম সত্য’
স্মারকলিপি নিতে ‘ভয়’! পেট্রোবাংলার মূল গেট ৪০ মিনিট বন্ধ
একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে: সালাহউদ্দিন
ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপির ফজলুর রহমান
ইসির সঙ্গে বৈঠকে জামায়াত
অনার্স–মাস্টার্স শিক্ষকদের জন্য সুখবর: নতুন নীতিমালা দেখুন
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য ‘অনুমাননির্ভর’: বিএনপি মিডিয়া সেল
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
৫ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে ৪২%
সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘ব্যর্থ’: টিআইবি