২১ ছক্কার ঝড়ে উড়ে গেল বাংলাদেশ, অস্ট্রেলিয়া সেমিতে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:০০, ৮ নভেম্বর ২০২৫
বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলার এক মুহুর্তের ছবি
হংকং সিক্সেসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ৬ ওভারের ঝড়ো ম্যাচে অস্ট্রেলিয়ান ব্যাটারদের ব্যাটে রীতিমতো তাণ্ডব নেমে আসে টাইগারদের ওপর। ২ উইকেটে রেকর্ড ১৪৯ রান তুলে বাংলাদেশের সামনে পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দেয় তারা। জবাবে ৫ উইকেট হারিয়ে ৯৫ রানের বেশি তুলতে পারেনি আকবর আলীর দল। ফলে ৫৪ রানের বিশাল ব্যবধানে হার দিয়ে প্লেট পর্বে নেমে গেল বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলে অস্ট্রেলিয়ানরা। মাত্র ৬ ওভারে গুণে গুণে ২১টি ছক্কা হাঁকান তারা।
বেন মেকডেরমট ১৪ বলে ৮ ছক্কায় করেন ৫১ রান (অবসরে যান বাধ্যতামূলকভাবে)।
উইলিয়াম বসিস্টো ৬ বলে ৫ ছক্কায় ৩০ রান করে আউট হন।
অধিনায়ক অ্যালেক্স রস খেলেন অবিশ্বাস্য ইনিংস—১১ বলে ২ চার ও ৭ ছক্কায় ৫০ রান।
১৪৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই তিন ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ১৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে কিছুটা ভরসা দেন রকিবুল হাসান ও আবু হায়দার রনি। পঞ্চম উইকেটে তারা ৬০ রানের জুটি গড়েন।
রকিবুল ১০ বলে ১ চার ও ৩ ছক্কায় করেন ২৫ রান।
রনি একাই লড়ে যান, ১৮ বলে ২ চার ও ৭ ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন।
তবে শেষ পর্যন্ত দলের হার ঠেকাতে পারেননি কেউই। এ হারের ফলে বাংলাদেশের অভিযান থেমে যায় মূল আসরে; রোববার তারা প্লেট সেমিফাইনালে মাঠে নামবে। প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।
