রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

মালয়েশিয়ার বিরুদ্ধে ফিফার অভিযোগ

 বিদেশি খেলোয়াড়দের নাগরিকত্ব জাল করে দল সাজিয়েছে 

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১:০২, ৭ অক্টোবর ২০২৫

 বিদেশি খেলোয়াড়দের নাগরিকত্ব জাল করে দল সাজিয়েছে 

ছবি: সংগৃহীত

ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা মালয়েশিয়ার জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে গুরুতর জালিয়াতির অভিযোগ তুলেছে। সংস্থাটি জানিয়েছে, সাত বিদেশে জন্ম নেওয়া খেলোয়াড়ের নাগরিকত্ব নথি ‘জাল’ করে তাদের মালয়েশিয়ার খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হয়েছে।

ফিফার প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এফএএম) খেলোয়াড়দের দাদা-দাদির জন্ম সনদে কারচুপি করেছে, যেন তারা মালয়েশীয় বংশোদ্ভূত হিসেবে যোগ্যতা পান। সংস্থাটি একে “পরিষ্কার ও সরলভাবে প্রতারণা” বলে আখ্যা দিয়েছে।

তবে এফএএম দাবি করেছে, এই ত্রুটি “প্রশাসনিক ভুলের” কারণে হয়েছে এবং তারা ফিফার শাস্তির বিরুদ্ধে আপিল করবে। সংগঠনটি বলছে, খেলোয়াড়রা বৈধ মালয়েশীয় নাগরিক এবং তাদের খেলায় অংশগ্রহণ নিয়মসিদ্ধ।

ফিফার তথাকথিত ‘গ্র্যান্ডফাদার রুল’ অনুযায়ী, কোনো খেলোয়াড়ের বাবা-মা বা দাদা-দাদি যদি কোনো দেশে জন্মগ্রহণ করে থাকেন, তবে সেই দেশটির হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন খেলোয়াড়। তবে এ নিয়মের অপব্যবহার রোধে কঠোর তদন্তের বিধানও রয়েছে।

মালয়েশিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু হয় চলতি বছরের জুনে ভিয়েতনামের বিপক্ষে ৪–০ গোলের জয়ের পর, খেলোয়াড়দের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠার প্রেক্ষিতে। সেপ্টেম্বর মাসে ফিফার শৃঙ্খলা কমিটি সাত খেলোয়াড়কে এক বছরের জন্য নিষিদ্ধ করে এবং প্রত্যেককে ২ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ২ হাজার ৫০০ ডলার) জরিমানা করে। একইসঙ্গে FAM–কে ৩ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ৪ লাখ ৪০ হাজার ডলার) জরিমানা গুনতে বলা হয়।

এই খেলোয়াড়দের মধ্যে রয়েছেন—স্পেনে জন্ম নেওয়া গ্যাব্রিয়েল ফেলিপে অ্যারোচা, ফাকুন্দো তোমাস গারসেস, এবং জন ইরাজাবাল ইরাউরগি,আর্জেন্টিনায় জন্ম নেওয়া রদ্রিগো হোলগাদো ও ইমানোল মাচুচা,
নেদারল্যান্ডসের হেক্টর হেভেল সেরানো এবং ব্রাজিলের জোয়াও ফিগুয়েরেদো।
ফিফা জানায়, মালয়েশিয়া কর্তৃপক্ষ যে জন্ম সনদ পাঠিয়েছে, তাতে দেখা যায় এসব খেলোয়াড়ের দাদা-দাদি মালয়েশিয়ার শহর যেমন পেনাং বা মালাক্কায় জন্মেছেন। কিন্তু তদন্তে পাওয়া আসল জন্মসনদে প্রমাণ মেলে, তারা আসলে আর্জেন্টিনা, স্পেন, নেদারল্যান্ডস ও ব্রাজিলেই জন্মগ্রহণ করেছেন।

ঘটনাটি প্রকাশ পেলে মালয়েশিয়ার ক্রীড়ামন্ত্রী হান্না ইয়ো বলেন, “এই কেলেঙ্কারি দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। আপিল প্রক্রিয়া শেষ হওয়ার পর সরকার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।”
তিনি আরও বলেন, “দেশের ফুটবলপ্রেমীরা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ও হতাশ। এ ঘটনায় আমাদের খেলাধুলার প্রশাসনে আমূল পরিবর্তন দরকার।”
আগামী সপ্তাহে এশিয়ান কাপ বাছাইপর্বে লাওসের বিপক্ষে নামবে মালয়েশিয়া — তবে সাত খেলোয়াড়ের নিষেধাজ্ঞার ফলে তাদের স্কোয়াডে ব্যাপক পরিবর্তন আসবে বলে নিশ্চিত করেছেন দলীয় কর্মকর্তারা।
 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

যশোরের সাবেক এসপি প্রলয় কুমারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
দেখে নিন ২০২৬ সালে ব্যাংকে ছুটির তালিকা
আল্লাহর গজবের কারণেই হাসিনার পতন: কাদের সিদ্দিকী
ইসির সংলাপের তালিকায় পরিবর্তন
রাজনীতি থেকে অবসরের ঘোষণা শমসের মবিন চৌধুরীর
জর্জিয়াকে বড় ব্যবধানে বিধ্বস্ত করে বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন
সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা
পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম
শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু
বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ছয় জেলায় নতুন এসপি
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার প্লেন
হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি
প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ সেনা যাবে কাতার
ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার
সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের
ভুয়া ভিডিও নিয়ে জরুরি সতর্কবার্তা দিল অর্থ মন্ত্রণালয়
বালুময় মরুর বুকে সৌদি ফ্যাশনের নবজাগরণ
পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘরে অগ্নিকান্ড