কানাডার ‘সুপার সিক্সটিতে’ আইকন সাকিব আল হাসান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২৩:০৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ সুখবর। প্রথমবারের মতো কানাডায় আয়োজন হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ‘সুপার সিক্সটি’। এই আসরে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন আইকন ক্রিকেটার হিসেবে।
সাকিবকে দলে ভিড়িয়েছে ‘মন্ট্রিয়াল টাইগার্স’। দলটির হয়ে মাঠে নামবেন আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা ক্রিকেটার—অস্ট্রেলিয়ার জশ ব্রাউন, শ্রীলঙ্কার অলরাউন্ডার ইসুরু উদানা এবং অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই।
১০ ওভারের ফরম্যাটে হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরু হবে ৮ অক্টোবর এবং ফাইনাল দিয়ে ১৩ অক্টোবর নামবে আসরের পর্দা। টানা ছয় দিনের ক্রিকেট উৎসবকে ঘিরে উচ্ছ্বসিত কানাডা ও বিশ্বজুড়ে ক্রিকেটভক্তরা।
‘সুপার সিক্সটিতে’ শুধু সাকিবই নন, অংশ নিচ্ছেন আরও বহু তারকা ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ, ইংলিশ অলরাউন্ডার মঈন আলী এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজাসহ অনেকেই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতাবেন। ফলে দর্শকরা উপভোগ করবেন রোমাঞ্চকর এক ক্রিকেট আসর।
