দেবী দুর্গার বাহনের শুভাশুভ তাৎপর্য
রাজীব শাঁখারী
প্রকাশ: ১৯:৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২০:০৬, ২২ সেপ্টেম্বর ২০২৫

শারদীয়া দুর্গোৎসব সনাতনী বাঙালির প্রাণের উৎসব। প্রতিবছরই দেবী দুর্গা কোনো না কোনো বাহনে চড়ে মর্তে নেমে আসেন। এবারও তার ব্যতিক্রম নয়। ত্রিনয়নীর এই আগমন ও গমনের বাহন নিয়ে ভক্তদের মধ্যে প্রবল কৌতূহল থাকে।
শাস্ত্রে দেবীর বাহন নির্দিষ্ট দিনে নির্ধারিত হয় এবং সেই অনুযায়ী শুভ বা অশুভ ফলাফলের ইঙ্গিত মেলে। এ বছর দেবী দুর্গার আগমন ও গমন কোন বাহনে হবে তা জেনে নেওয়া যাক।
দেবী মায়ের আগমন ২০২৫
এ বছরের দুর্গাপুজার মহালয়া শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর, রবিবার। ওই দিনই মায়ের অকালবোধনের মাধ্যমে শুরু হয়েছে নবরাত্রি ব্রতপালন। শাস্ত্র অনুসারে, রবিবার ও সোমবার দেবীর গজে (হাতি) চড়ে মর্ত্যে আগমন। অর্থাৎ এ বছর দেবীর বাহন হবে গজ। শাস্ত্রে গজে আগমনকে অত্যন্ত শুভ মনে করা হয়। এ সময়ে মর্তে সমৃদ্ধি বাড়ে এবং কৃষিতে উর্বরতা বৃদ্ধি পায়, ধন-ধান্যে ভরে ওঠে ফসলের মাঠ এবং সমাজে শান্তি-সৌহার্দ্যের ইঙ্গিত দেয়। পরিবারে সুখ ও সমৃদ্ধি আসবে বলে বিশ্বাস করা হয়।
দেবীর আগমন শ্লোকে এ ব্যাপারে বলা আছে, “শশিসূর্যে গজারূঢ়া, শনিভৌমে তুরঙ্গমে। গুরুশুক্রে চ দোলায়াং, বুধে নৌকা প্রকীর্তিতা।।”
দেবী মায়ের গমন ২০২৫
এবার বিজয়া দশমী পড়ছে ২ অক্টোবর, বৃহস্পতিবার। শাস্ত্র অনুসারে, বৃহস্পতিবার দেবীর গমন হয় মনুষ্য যানে। অর্থাৎ মনুষ্য যান বলতে বোঝায় পালকি বা দোলা।
দেবীর গমন শ্লোকে এ ব্যাপারে বলা আছে, “শশিসূর্যদিনে যদি সা বিজয়া, মহিষা গমনরূজ শোককরা। শনিভৌমে যদি সা বিজয়া, চরণায়ুধয়ানকরী বিকলা। বুধশুক্রে যদি সা বিজয়া, গজবাহনগা শুভবৃষ্টিকরা।
সুররাজগুরৌ যদি সা বিজয়া, নরবাহনগা শুভসৌখ্যকরা।।“
যদিও দেবীর বাহনের প্রতীকী ব্যাখ্যা হিসেবে মনে করা হয়,
গজ (হাতি)-এ আগমন হলে: সমৃদ্ধি, বৃষ্টি, ধন-ধান্য, শান্তি আসে।
ঘোড়ায়: রাজনৈতিক অস্থিরতা ও অশান্তি তৈরি হয়।
পালকিতে গমনে: ঝগড়া-বিবাদ, দুর্ঘটনার আশঙ্কা এবং মড়ক লাগে।
নৌকায় গমনে: বন্যার সৃষ্টি হয়।
তাই এবারের দুর্গাপুজোর সূচনা শুভ হলেও দেবীর গমন দোলায় হওয়ায় ঝগড়া-বিবাদ, দুর্ঘটনার আশঙ্কা এবং মড়কজনিত ঘটনা বৃদ্ধির আশঙ্কা থাকছেই। অতএব আসুন মায়ের নিকট এবার সুস্থ্য-সুন্দর জীবনব্যবস্থা, সমৃদ্ধি এবং বিশ্বময় শান্তির জন্য প্রর্থনা করি। পৃথিবীর সকল প্রাণী সুস্থ্য থাকুক ভালো থাকুক।