ঢাকা-৫ আসনে পরিবর্তনের আহ্বান
হাতপাখার প্রার্থী হাজী ইবরাহীমকে বিজয়ী করুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০৯, ৩১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:৩১, ৩১ অক্টোবর ২০২৫
 
						ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। ছবি: সংগৃহীত
“মানুষ এখন পরিবর্তন চায়। পুরোনো স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ বন্দোবস্তের অবসান ঘটিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে জনগণ। অতীতের ব্যর্থ নেতৃত্বকে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এখন দেশের মানুষ চায় ইসলামী শক্তির নেতৃত্ব রাষ্ট্রক্ষমতায় আসুক, যারা প্রকৃত অর্থে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে।”
এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, “ঢাকা-৫ আসনে হাজী মো. ইবরাহীম জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তিনি দুইবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। সততা, জবাবদিহিতা ও নীতি আদর্শের সাথে কখনো আপোষ করেননি। তাই এই আসনে হাতপাখার প্রার্থী বিজয়ী হলে জনগণ শান্তি ও স্বস্তি পাবে।”
রাজধানীর যাত্রাবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে ঢাকা-৫ (ডেমরা–যাত্রাবাড়ী) আসনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় যাত্রাবাড়ী শাহজাহান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমন্বয়ক হাফেজ সৈয়দ ওমর ফারুক।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
অতিথি হিসেবে ছিলেন—
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাজী মো. ইবরাহীম,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান নাহিয়ান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য সম্পাদক এমদাদুল ফেরদৌস,ঢাকা মহানগর দক্ষিণের ছাত্র-যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনির হোসাইন,সদস্য হাফেজ সালাউদ্দিন,ঢাকা মহানগর পূর্বের সভাপতি মাইনুল ইসলাম, এমদাদুল হক, জাহাঙ্গীর খান, আল-আমিন মুনশি প্রমুখ।
অনুষ্ঠানে নির্বাচনী মাঠপর্যায়ের কার্যক্রম, ভোটার সংযোগ বৃদ্ধির কৌশল এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
নেতৃবৃন্দ বলেন, ইসলামভিত্তিক রাজনীতি দেশের মানুষের মুক্তির একমাত্র পথ, আর পরিবর্তনের সেই নেতৃত্ব হাতপাখার প্রতীকই দিতে পারে।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													