কবুল যেহেতু বলেছেন, সংসারও করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১২:০০, ৩১ অক্টোবর ২০২৫
 
						
									কুমিল্লার লাকসামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন,“জুলাই সনদে যারা স্বাক্ষর করেছেন, তাদের এখন সংসারও করতে হবে। কবুল যেহেতু বলেছেন, কাবিনে সিগনেচার করেছেন, সংসার না করলে জনগণের সামনে এসে ‘ডিভোর্স’ ঘোষণা দিতে হবে।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় লাকসামের বাইপাসে এনসিপির আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই সনদের সময় অনেক দল আইনি ভিত্তি না থাকলেও তাতে স্বাক্ষর করেছে। কিন্তু এখন তারা সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে—“বিয়েই যদি না করবা, তাহলে কাবিলে সিগনেচার কেন করলা? সংসার যদি না করবা, কবুল কেন বললা? এখন জনগণের সামনে এসে বলতে হবে, আমরা ডিভোর্স দিতে চাই।”
তিনি আরও বলেন,“সংস্কারের বিপক্ষে যারা ‘না’ বলেছে, তাদের চিহ্নিত করে রাখুন। তারা আগামী দিনে ভোট, তত্ত্বাবধায়ক সরকার, এমনকি জনগণের মৌলিক অধিকারেরও বিপক্ষে অবস্থান নেবে।”
সভায় অংশ নেওয়ার আগে হাসনাত আব্দুল্লাহ লাকসামে এনসিপির নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করেন এবং বিভিন্ন সড়কে দলের লিফলেট বিতরণে অংশ নেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রধান সমন্বয়কারী আল মাহমুদ।বিশেষ অতিথি ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।
এ সময় উপস্থিত ছিলেন আশিকুর ইসলাম, সাকিব হাসান, শরিপুর জামান, মোহাম্মদ মিনহাজ, আবদুল কাইয়ুম রিফাত, রাশেদুল ইসলাম, মাসুম বারী কাউসার, কাজী নাসির, নাজমুল করিব রিতু, আলামিন, ফাহারা এমরান, আমির হোসেন ও সৌরভসহ স্থানীয় নেতাকর্মীরা।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													