শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, সবাই সন্দ্বীপের

সমাজকাল ডেস্ক 

প্রকাশ: ০০:১৯, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:৪০, ৯ অক্টোবর ২০২৫

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত, সবাই সন্দ্বীপের

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এর মধ্যে সারিকাইত ইউনিয়নের পাঁচ, মাইটভাঙার এক ও রহমতপুরে ইউনিয়নের একজন রয়েছেন।

স্থানীয় সময় বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে দেশটির দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগরে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে প্রবাসীদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। নিহত ব্যক্তিরা হলেন সারিকাইতের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু এবং মাইটভাঙার মো. জুয়েল ও রহমতপুরের মো. রনি।

ওমানে বাংলাদেশ দূতাবাসের সচিব (শ্রম) আসাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, “দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজন বাংলাদেশিসহ আটজন শ্রমিক মারা গেছেন। আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূতাবাসের একজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন।”

তিনি আরও বলেন, মরদেহগুলো বর্তমানে স্থানীয় মর্গে রাখা আছে। আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার পর নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

সারিকাইত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাছলিমা বেগম বলেন, ‘একই ইউনিয়নের পাঁচ তরুণের মৃত্যুতে সারিকাইতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে চলছে আহাজারি।’

নিহত সাহাব উদ্দিনের বাবা মো. সিদ্দিক বলেন, ‘আমার ছেলে ওমানে মাছ ধরার বোটে কাজ করত। কয়েক দিন সাগরে থাকার পর আজ সকালে বাসায় ফিরছিল। পথে এ দুর্ঘটনায় তার মৃত্যু হলো।’

ওমানের দুখুম পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে বলে জানা গেছে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন