গল্প শোনাবেন নকীব খান, ‘নাইনটিজ মিউজিক স্টোরি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩:৩৬, ৩১ অক্টোবর ২০২৫
 
						
									নকীব খান বাংলাদেশের ব্যান্ডসংগীতের অন্যতম শিল্পী। স্কুলছাত্র থাকা অবস্থায় ব্যান্ডের পথে যাত্রা শুরু। প্রথম গানের সুর করেন তিনি অষ্টম শ্রেণীতে পড়ার সময়ই। প্রথমে চট্টগ্রামের স্থানীয় ব্যান্ড ‘বালার্ক’, পরবর্তীতে ‘সুরেলা’ থেকে যোগ দেন ‘সোলস’-এ।
সোলসের ‘মুখরিত জীবনের চলার পথে’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’সহ অনেক জনপ্রিয় গানের সুর করেছেন তিনি। প্রায় দশ বছর ছিলেন ঐতিহ্যবাহী এই ব্যান্ডে। এক পর্যায়ে সোলস ছেড়ে ঢাকায় এসে ’৮৫ সালে গঠন করেন ব্যান্ড ‘রেনেসাঁ’। নতুন ব্যান্ড নতুন যাত্রা, শুরু হয় আরেক সাফল্যগাঁথা গল্প।
কাজ করছেন তিনি ‘রেনেসাঁ’র প্রধান ভোকালিস্ট, কি-বোর্ডিস্ট, সুরকার, কম্পোজার হিসেবে। উপহার দেন ‘ভালো লাগে জোছনা রাতে’, ‘আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়’, ‘হৃদয় কাদামাটির কোনও মূর্তি নয়’, ‘ও নদীরে তুই যাস কোথায় রে’, ‘আজ যে শিশু’র মতো অনেক জনপ্রিয় গান।
ব্যান্ডসংগীতের এই দীর্ঘ যাত্রায় নব্বই দশককে বিশেষভাবে মূল্যায়ন করেন তিনি। নকীব বলেন, ‘নব্বই দশক ছিলো আমাদের ব্যান্ডসংগীতের স্বর্ণালী সময়।’
সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে এসব বিষয়ে কথা বলেন নকীব খান। নব্বইয়ে ব্যান্ডসংগীতের জাগরণের গল্প বলার পাশাপাশি নিজের ব্যান্ড ক্যারিয়ার, সোলসের দিনগুলো, রেনেসাঁ গঠন, জনপ্রিয় গানগুলোর সৃষ্টির ইতিহাস তুলে ধরেন। আরও অনেক স্মৃতি রোমন্থন করতে গিয়ে নস্টালজিক হয়ে পড়েন। অকালে হারানো ব্যান্ডের সহশিল্পীদের কথা বলতে গিয়ে বিষণ্ণ হয়ে পড়েন।
রিয়াদ শিমুলের গ্রন্থনা ও এস এম হুমায়ুন কবিরের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ১ নভেম্বর, শনিবার রাত ১২টায়।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													