ক্যারিয়ারের ‘অন্ধকার সময়ের’ কথা শোনালেন ভিক্টোরিয়া বেকহ্যাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:১৫, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৪৫, ১১ অক্টোবর ২০২৫

ভিক্টোরিয়া বেকহ্যাম। ফাইল ছবি
বিখ্যাত গায়িকা ও ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহ্যাম তার ক্যারিয়ারের এক অন্ধকার অধ্যায়ের কথা স্মরণ করলেন। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তার তিন পর্বের ডকুসিরিজে তিনি জানান, নিজের নামের ফ্যাশন ব্র্যান্ডটি একসময় প্রায় ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল।
ভিক্টোরিয়া বলেন, “আমি প্রায় সবকিছু হারাতে বসেছিলাম। প্রতিদিন কাজে যাওয়ার আগে কাঁদতাম, কারণ মনে হতো আমি যেন আগুন নেভাতে যাচ্ছি। তখন কোম্পানি কোটি কোটি টাকার ক্ষতির মধ্যে ছিল।”
তিনি জানান, স্বামী ডেভিড বেকহ্যাম একইসঙ্গে তার ব্যবসায়িক অংশীদার হওয়ায় মানসিক চাপ আরও বেড়ে যায়।
ভিক্টোরিয়া বলেন, “আমি ঘরে ফিরছি স্বামীর কাছে, কিন্তু তিনি ব্যবসার অংশীদারও। আমাকে সব কিছু জানাতে হতো, কারণ তিনিও বিনিয়োগ করেছিলেন। কিন্তু আমি সেটা ঘৃণা করতাম,” ।
ডেভিড জানান, স্ত্রীর মুখে কোম্পানির অবস্থা শোনায় তার হৃদয় ভেঙে দিয়েছিল। অথচ একসময় তাকে এসে বলতে হতো— ‘আরও অর্থ প্রয়োজন’। কিন্তু তখন আমার পক্ষে বিনিয়োগ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না,” বলেন তিনি।
বহু সংগ্রামের পর ভিক্টোরিয়া নতুন বিনিয়োগকারী ডেভিড বেলহাসেন-এর সন্ধান পান। বেলহাসেন বলেন, “তিনি শুধু টাকার বিনিয়োগকারী চাননি, এমন একজনকে চেয়েছিলেন যিনি তার স্বপ্নকে বোঝেন।”
তবে শুরুতে তিনিও বিনিয়োগে নিরুৎসাহিত ছিলেন। কিন্তু একদিন তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের ডিজাইন পরিহিত অবস্থায় এতটাই মুগ্ধ হন যে তিনি মত পাল্টান। “স্ত্রী বললেন— ‘আমি প্রচুর কিনছি, দারুণ লাগছে’। তখনই আমি সিদ্ধান্ত নিই— যদি ব্যর্থও হই, চেষ্টা করব,” বলেন তিনি।
বেলহাসেন পরে ভিক্টোরিয়াকে বলেন, “সব কিছু বদলাতে হবে, পুরো ব্যবসা পুনর্গঠন করতে হবে।”
ভিক্টোরিয়া স্বীকার করেন, “মানুষ আমাকে ‘না’ বলতে ভয় পেত। আমি বুঝেছি, কিছু বিষয়ে আমি ভুল করেছিলাম। ঋণে ডুবে গিয়েছিলাম, পথ হারিয়েছিলাম।”
এখন সেই অন্ধকার সময় পেরিয়ে, নতুন উদ্যোমে এগিয়ে চলেছেন ভিক্টোরিয়া। তার ডকুসিরিজ “ভিক্টোরিয়া বেকহাম বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।