নেটফ্লিক্স সিরিজ ঘিরে শাহরুখ-ওয়াংখেড়ে দ্বন্দ্বে নতুন মোড়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:০৪, ৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:৪৫, ৯ অক্টোবর ২০২৫

বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান ও ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রাক্তন কর্তা সমীর ওয়াংখেড়ের বহুল আলোচিত দ্বন্দ্বে ফের এক নতুন অধ্যায় শুরু হলো। এবার আদালতের নির্দেশে আইনি লড়াইয়ের ময়দানে ফিরলেন ওয়াংখেড়ে। নেটফ্লিক্সে সম্প্রচারিত ওয়েব সিরিজ “ব্যাডস অব বলিউড”–এ নিজের ভাবমূর্তি ‘ইচ্ছাকৃতভাবে কলুষিত করা হয়েছে’—এই অভিযোগে শাহরুখের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’, ‘নেটফ্লিক্স’সহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তিনি।
বুধবার (৮ অক্টোবর) সেই মামলার পরিপ্রেক্ষিতেই দিল্লি হাইকোর্ট শাহরুখের প্রযোজনা সংস্থা ও অন্যান্য বিবাদী পক্ষকে তলব করে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যে সবাইকে তাদের লিখিত জবাব দাখিল করতে হবে। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ অক্টোবর।
সমীর ওয়াংখেড়ে তার মামলায় ওয়েব সিরিজটির সম্প্রচার ও প্রচার বন্ধের স্থায়ী স্থগিতাদেশ চেয়েছেন। পাশাপাশি ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন—যা তিনি টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে দান করতে চান বলে উল্লেখ করেছেন।
ওয়াংখেড়ের বক্তব্য, “সিরিজটিতে ড্রাগ-বিরোধী সংস্থাগুলোর একটি বিকৃত ও বিভ্রান্তিকর চিত্র তুলে ধরা হয়েছে, যা জনগণের মনে আইনপ্রয়োগকারী সংস্থার ওপর অবিশ্বাস তৈরি করবে।” তিনি আরও অভিযোগ করেছেন, আরিয়ান খান মামলার বিচার এখনো চলমান থাকা সত্ত্বেও তাকে উদ্দেশ্য করে “পক্ষপাতদুষ্টভাবে চরিত্রহননমূলক কনটেন্ট” তৈরি করা হয়েছে।
নেটফ্লিক্স সিরিজ “ব্যাডস অব বলিউড”-এর প্রথম পর্বেই দেখা যায়, এক উচ্চকণ্ঠ কর্মকর্তা, যিনি নিজেকে “ড্রাগ-বিরোধী যুদ্ধের সৈনিক” বলে পরিচয় দেন। তার পোশাক, ভঙ্গি ও হেয়ারস্টাইল—সব কিছুই নাকি সমীর ওয়াংখেড়ের সঙ্গে মিলে যায়। যদিও কোথাও তার নাম উল্লেখ করা হয়নি, নেটিজেনরা অভিনেতার চেহারা দেখে রীতিমতো মজা পেয়েছেন।
ওয়াংখেড়ের অভিযোগ, সিরিজের একটি দৃশ্যে “সত্যমেব জয়তে” উচ্চারণের পর এক চরিত্রকে কুরুচিকর অঙ্গভঙ্গি করতে দেখা যায়—যা ‘জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন, ১৯৭১’-এর লঙ্ঘন। পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইন ও ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারাও এতে ভঙ্গ হয়েছে বলে দাবি তার।
২০২১ সালে প্রমোদতরীতে মাদক-কাণ্ডে শাহরুখের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করেন সমীর ওয়াংখেড়ে, যা বলিউডে তুমুল আলোচনার জন্ম দেয়। পরে ২০২৩ সালের মে মাসে সিবিআই ওয়াংখেড়ের বিরুদ্ধেই মামলা করে, অভিযোগ—আরিয়ানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য তিনি শাহরুখ খানের কাছ থেকে ২৫ কোটি রুপি ঘুষ দাবি করেছিলেন।
যদিও ওয়াংখেড়ে বরাবরই এই অভিযোগকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন এবং নিজেকে নির্দোষ বলে আসছেন। এখন নেটফ্লিক্স সিরিজকে ঘিরে তার নতুন আইনি পদক্ষেপে এই পুরনো দ্বন্দ্ব আবারও শিরোনামে ফিরে এসেছে।