পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে সন্ত্রাসী হামলা, নিহত ১২
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০৯:৫৯, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:৫৫, ১২ অক্টোবর ২০২৫

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় শুক্রবার পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান নিরাপত্তা বাহিনী পাঁচ সন্ত্রাসীকে হত্যা করেছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই ঘটনায় কমপক্ষে ছয় পুলিশ কর্মকর্তা এবং একজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। হামলার সময় ১৩ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসীরা একটি বিস্ফোরক ভর্তি যানবাহন কেন্দ্রের প্রধান প্রবেশদ্বারে বিস্ফোরণ করেছিল, যা একটি আত্মঘাতী হামলা ছিল। হামলার সময় একটি স্কুল কমপ্লেক্সের মসজিদও লক্ষ্য করা হয়, যেখানে একজন সাধারণ নাগরিক ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তিনি নিহত হন। অভিযানের সময় সন্ত্রাসীদের কাছ থেকে আত্মঘাতী জ্যাকেটসহ প্রচুর গোলাবারুদ জব্দ করা হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসীরা নিরাপত্তা প্রহরা অতিক্রম করার চেষ্টা করলেও, দায়িত্বপরায়ণ নিরাপত্তা বাহিনীর তৎপরতা তাদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে।
সেনা বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তান সেনা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূলের অটল সংকল্পে দৃঢ়। আমাদের সাহসী সৈন্য এবং সাধারণ নাগরিকদের এই আত্মত্যাগ আমাদের দেশের সুরক্ষায় অটল প্রতিশ্রুতি আরও শক্তিশালী করছে।’
ভারতের পক্ষ থেকে পাকিস্তানের এই অভিযোগের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত কয়েক বছরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদ অভিযোগ করছে, প্রতিবেশী আফগানিস্তান যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে, যার ফলে তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ পাকিস্তানে হামলা চালাচ্ছে।
আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং আশ্বাস দিয়েছে যে তাদের ভূখণ্ড কখনও প্রতিবেশীর বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার হতে দেওয়া হবে না।
পাকিস্তান সেনা ও পুলিশ প্রশাসন সাধারণ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার চেষ্টা চালাচ্ছে।