বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

উখিয়ায় সংরক্ষিত পাহাড় কেটে মাটি সরানো

বন বিভাগের অভিযান, জব্দ অবৈধ ডাম্প ট্রাক

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১১:১৩, ৯ অক্টোবর ২০২৫

বন বিভাগের অভিযান, জব্দ অবৈধ ডাম্প ট্রাক

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত পাহাড় কেটে মাটি সরানোর সময় বন বিভাগের অভিযানে একটি অবৈধ ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের চোরাখোলা এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হয়।


বন বিভাগ সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এতে স্থানীয় প্রাকৃতিক ভারসাম্য, জীববৈচিত্র্য এবং জলাধার ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব পড়ছে।


থাইংখালী বিট কর্মকর্তা আরফাত মাহমুদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে পাহাড় কাটার স্পষ্ট প্রমাণ মেলে এবং ঘটনাস্থল থেকে একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়। অভিযুক্তরা পালিয়ে গেলেও তাদের শনাক্তে অভিযান চলছে।”
তিনি আরও জানান, বন আইনে এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মান্নান বলেন, “সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় ধ্বংসের সঙ্গে যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”


স্থানীয় সচেতন মহল পাহাড় কাটার এই প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, প্রশাসনের নিয়মিত তৎপরতা ও কঠোর নজরদারি ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয়।


পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বন আইন, ১৯২৭ অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চল বা পাহাড় কাটা একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন।
 

আরও পড়ুন