রোববার, ১৬ নভেম্বর ২০২৫

| ২ অগ্রাহায়ণ ১৪৩২

উখিয়ায় সংরক্ষিত পাহাড় কেটে মাটি সরানো

বন বিভাগের অভিযান, জব্দ অবৈধ ডাম্প ট্রাক

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১১:১৩, ৯ অক্টোবর ২০২৫

বন বিভাগের অভিযান, জব্দ অবৈধ ডাম্প ট্রাক

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত পাহাড় কেটে মাটি সরানোর সময় বন বিভাগের অভিযানে একটি অবৈধ ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের চোরাখোলা এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এই অভিযান পরিচালিত হয়।


বন বিভাগ সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচারের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এতে স্থানীয় প্রাকৃতিক ভারসাম্য, জীববৈচিত্র্য এবং জলাধার ব্যবস্থার ওপর মারাত্মক প্রভাব পড়ছে।


থাইংখালী বিট কর্মকর্তা আরফাত মাহমুদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে পাহাড় কাটার স্পষ্ট প্রমাণ মেলে এবং ঘটনাস্থল থেকে একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়। অভিযুক্তরা পালিয়ে গেলেও তাদের শনাক্তে অভিযান চলছে।”
তিনি আরও জানান, বন আইনে এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মান্নান বলেন, “সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় ধ্বংসের সঙ্গে যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”


স্থানীয় সচেতন মহল পাহাড় কাটার এই প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, প্রশাসনের নিয়মিত তৎপরতা ও কঠোর নজরদারি ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয়।


পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং বন আইন, ১৯২৭ অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চল বা পাহাড় কাটা একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বন বিভাগ ও স্থানীয় প্রশাসন।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ইসির সংলাপের তালিকায় পরিবর্তন
রাজনীতি থেকে অবসরের ঘোষণা শমসের মবিন চৌধুরীর
জর্জিয়াকে বড় ব্যবধানে বিধ্বস্ত করে বিশ্বকাপের দ্বারপ্রান্তে স্পেন
সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন সেই খাদিজা
পঞ্চগড়-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন সারজিস আলম
শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যু
বাহরাইনে জাতিসংঘ সমন্বয়কের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ছয় জেলায় নতুন এসপি
শাহজালাল বিমানবন্দরে পুশকার্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার প্লেন
হাসিনার রায়ের দিন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে চিঠি
প্রাথমিকভাবে আনুমানিক ৮০০ সেনা যাবে কাতার
ককটেল নিক্ষেপ–আগুন দিলে গুলির নির্দেশ: ডিএমপি কমিশনার
সংসদে ৩৩ শতাংশ নারী আসন ও সরাসরি নির্বাচনের দাবি নারীপক্ষের
ভুয়া ভিডিও নিয়ে জরুরি সতর্কবার্তা দিল অর্থ মন্ত্রণালয়
বালুময় মরুর বুকে সৌদি ফ্যাশনের নবজাগরণ
পার্বতীপুরে ফের সরকারি আশ্রয়ন প্রকল্পে ১০ ঘরে অগ্নিকান্ড
ভিসা বিষয়ে ব্রিটিশ হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা
খুলনা-৬ আসনে ‘বেহেশতের টিকিট’ বিতর্কে উত্তপ্ত নির্বাচনী মাঠ
বেক্সিমকো টেক্সটাইল খুলছে, রিভাইভালের লিজে কাজে ফিরবেন ২৫ হাজার শ্রমিক