ট্রাম্পের নির্বাহী আদেশ
কাতারে হামলা হলে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১:৫৩, ১ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:৪৯, ১ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন নির্বাহী আদেশে ঘোষণা দিয়েছেন, কাতারের ওপর কোনো দেশ হামলা চালালে যুক্তরাষ্ট্র সরাসরি প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ নেবে। অর্থাৎ কাতারে হামলা হলে পাল্টা হামলা চালাবে তারা।
এই ঘোষণাটি এসেছে সম্প্রতি ইসরায়েলের বিমান হামলার প্রেক্ষাপটে, যেখানে দোহায় অবস্থানরত কয়েকজন হামাস সদস্য নিহত এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা প্রাণ হারান। ইসরায়েলের দাবি ছিল, দোহায় কাতারের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করছিলেন হামাস নেতারা। এ হামলা কাতার ‘কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতা’ বলে নিন্দা জানায়।
ট্রাম্প তার আদেশে বলেছেন, “যুক্তরাষ্ট্র ও কাতার ঘনিষ্ঠ সহযোগিতা ও অভিন্ন স্বার্থে আবদ্ধ। কাতার আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বহু বছর ধরে মার্কিন মধ্যস্থতায় সহযোগিতা করে আসছে।” তিনি আরও বলেন, কাতারের ওপর হামলা মানে যুক্তরাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার ওপর সরাসরি হুমকি।
উল্লেখ্য, দোহায় যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি রয়েছে, যা মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী ঘাঁটি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ২০২২ সালে কাতারকে ‘মেজর নন-ন্যাটো অ্যালাই’ ঘোষণা করেছিলেন।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্ত কাতারের জন্য তাৎপর্যপূর্ণ হলেও, এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। কারণ মার্কিন সিনেটের অনুমোদন ছাড়া এমন প্রতিশ্রুতি সাধারণত দীর্ঘমেয়াদে কার্যকর থাকে না। তবে তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়ার ক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতেই থাকে।
কুয়েত বিশ্ববিদ্যালয়ের উপসাগরীয় বিশ্লেষক বাদের আল-সাইফ বলেছেন, “কাতারের কেন্দ্রীয় ভূ-রাজনৈতিক অবস্থান এমন একটি নিশ্চয়তা দাবি করে, যা শুধু ডোনাল্ড ট্রাম্পের কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাস্তব নিরাপত্তা কাঠামোতে প্রতিফলিত হওয়া জরুরি।”