রোহিত-কোহলির ভবিষ্যৎ অনিশ্চিত!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩:১৯, ১২ নভেম্বর ২০২৫
ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা, রোহিত শর্মা ও বিরাট কোহলি / ফাইল ছবি
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের রোমাঞ্চকর সিরিজ শেষ হতেই আবার নতুন প্রশ্নের মুখে পড়লেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা—রোহিত শর্মা ও বিরাট কোহলি। সিরিজের শেষ ম্যাচে রানে ফিরলেও, তাঁদের আন্তর্জাতিক ভবিষ্যৎ এখন নির্ভর করছে এক নতুন নির্দেশিকার উপর।
বিসিসিআই সূত্রে জানা গেছে, বোর্ড এবং টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—জাতীয় দলে খেলতে চাইলে দু’জনকেই ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে। বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর আগেই বোর্ড এমন নীতি চালু করেছিল। এখন একদিনের ক্রিকেটেও সেই নির্দেশ জারি হলো রোহিত-কোহলির জন্য।
অস্ট্রেলিয়ার বিপক্ষে রান পেলেও তাঁদের ম্যাচ ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচকরা। তাই আসন্ন বিজয় হাজারে ট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে অংশ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে দুই তারকাকেই।
রোহিত শর্মা ইতিমধ্যেই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) অংশগ্রহণের সম্মতি জানিয়েছেন বলে জানা গেছে। তবে বিরাট কোহলি এখনও নিজের অবস্থান স্পষ্ট করেননি। বোর্ডের এক কর্তা সমাজ কালকে বলেন, “ভারতীয় দলে খেলতে হলে ম্যাচ ফিটনেস প্রমাণ করতেই হবে। ঘরোয়া টুর্নামেন্টে খেলার বিকল্প নেই।”
বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগরকরও সম্প্রতি বলেছেন, জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে—এটা বাধ্যতামূলক।
এদিকে রোহিত শর্মা তার দুরন্ত ফর্মে আবারও সমালোচকদের মুখ বন্ধ করেছেন। সিরিজে শতরান ও অর্ধশতরান করে তিনি হয়েছেন সিরিজ সেরা। অন্যদিকে বিরাট শেষ ম্যাচে ৭৪ রান করে রানে ফেরেন। তবে তাদের সামনের পথ এখন একটাই—ঘরোয়া ক্রিকেটে ঝালিয়ে নেওয়া।
অস্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজেই আবার দেখা যেতে পারে এই দুই ক্রিকেট মহাতারকাকে। তবে ততদিনে তাঁদের ফিটনেস এবং বোর্ডের নির্দেশিকা—দুটোই মেনে চলাই হবে জাতীয় দলে ফেরার একমাত্র উপায়।
