বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে সিরিজ হাতছাড়া, ১৪ রানে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২:১৯, ৩০ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে সিরিজ হাতছাড়া, ১৪ রানে হারলো বাংলাদেশ

বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশা শেষ হলো চট্টগ্রামে। শেষ ওভারে ২১ রান প্রয়োজন ছিল — কিন্তু সাকিব আল হাসান ও নাসুম আহমেদের প্রচেষ্টা যথেষ্ট হয়নি। ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৪ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হারলো বাংলাদেশ।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে দলের ভরসা ছিলেন শাই হোপ, ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বল করেন—মাত্র ২১ রানে ৩ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ৮ উইকেটে ১৩৫ রান। ফিফটি করেন তানজিদ তামিম, ৪৮ বলে ৬১ রানে দলের সর্বোচ্চ স্কোরার। তবে তার বিদায়ের পর ব্যাটিংয়ে ধস নামে। জাকের আলি ও শামিম হোসেনের ধীরগতির ইনিংসে ম্যাচের গতি কমে যায়।

শেষদিকে রিশাদ হোসেনের ব্যাট থেকে আসে কিছুমাত্রা প্রত্যাবর্তনের ইঙ্গিত, কিন্তু শেষ ৩ বলে ১৭ রানের সমীকরণ মেলাতে পারেননি নাসুম ও সাকিব।

তানজিদ তামিমের ফিফটি: ইনফর্ম ওপেনার টি-টোয়েন্টিতে নিজের সাম্প্রতিক ফর্মের ধারাবাহিকতা বজায় রাখেন।

মুস্তাফিজের ডেথ ওভার জাদু: শেষ ওভারে স্লোয়ার ভ্যারিয়েশন দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন।

রিশাদের ভুল সময়ে আউট: তৃতীয় বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন, যা ম্যাচ ঘুরিয়ে দেয়।

বাংলাদেশের ব্যাটিংয়ে বড় সমস্যা ছিল স্ট্রাইক রোটেশনে। অতিরিক্ত ডট বল এবং মাঝের ওভারে ধীর রান রেটের কারণে সহজ লক্ষ্যও জটিল হয়ে যায়। স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভালো অবস্থান নিয়েও ব্যাটিং বিভাগ ব্যর্থ হয়।

পরবর্তী ম্যাচ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিশ্চিত করেছে ২–০ ব্যবধানে। এখন শেষ ম্যাচটি হবে মর্যাদা রক্ষার লড়াই।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন