বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

| ১ কার্তিক ১৪৩২

শচীন না বিরাট? 

হার্মিসনের চোখে গত ৩০ বছরের সেরা কোহলি

স্পোর্টস ডেস্ক 

প্রকাশ: ২৩:৩৯, ৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৪৩, ১০ অক্টোবর ২০২৫

হার্মিসনের চোখে গত ৩০ বছরের সেরা কোহলি

ক্রিকেট দুনিয়ার চিরন্তন বিতর্কের নাম— শচীন টেন্ডুলকার বনাম বিরাট কোহলি। কে সেরা? কে আধুনিক ক্রিকেটের আসল রাজা? ইংল্যান্ডের সাবেক পেসার স্টিভ হার্মিসন আবারও উসকে দিলেন সেই বিতর্কের আগুন। তার মতে, গত ৩০ বছরের সেরা ক্রিকেটার বিরাট কোহলি, শচীনেরও ওপরে।

হার্মিসনের যুক্তি, “কোহলি খেলেছে এক অভূতপূর্ব চাপের সময়ে, বিপুল নজরদারির মধ্যে থেকেও নিজের ধারাবাহিকতা ধরে রেখেছে। তার সাফল্যের ক্ষুধা, মানসিক দৃঢ়তা এবং আধুনিক ক্রিকেটের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা শচীনের থেকেও বেশি।”

তিনি আরও বলেন, “গত ২০-৩০ বছরের হিসাব ধরলে, আমি শচীনের আগে কোহলিকেই রাখব এক নম্বরে। ক্রিকেট গত দশকে অনেক বদলেছে, আর কোহলিও নিজের খেলা এবং মানসিকতা পাল্টে নিয়েছে।”

অন্যদিকে, ভারতের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে— তারা কি আদৌ ২০২৭ বিশ্বকাপে খেলবেন? এ বিষয়ে নিজের মত জানিয়েছেন ভারতের সাবেক তারকা ও অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

অশ্বিন তার ইউটিউব চ্যানেলে বলেন, “রোহিতের অধিনায়কত্ব নিয়ে বলার কিছু নেই, কিন্তু প্রশ্ন হলো— ও কি ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে? নির্বাচক কমিটি নিশ্চয়ই এ নিয়ে ভাবছে।”

তিনি আরও বলেন, “আমাদের পরিকল্পনায় যদি রোহিত ও কোহলি না থাকেন, তবে সেটা দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা। কিন্তু যদি তারা থাকেন, তবে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে— বিজয় হাজারে বা এ দলে। এতে ফর্ম বজায় থাকবে, একই সঙ্গে দায়িত্ববোধও বোঝাবে।”

অশ্বিনের মন্তব্যে স্পষ্ট— জাতীয় দলে সুযোগ ধরে রাখতে হলে সিনিয়র তারকাদের নিজেদের ফিটনেস ও ছন্দ বজায় রাখতে মাঠে নেমে প্রমাণ দিতে হবে।

কোহলি বনাম শচীন— বিতর্কের শেষ নেই

স্টিভ হার্মিসনের মন্তব্যে ফের আলোচনায় এসেছে “কে আসলে গ্রেটার”— শচীন না বিরাট— সেই পুরনো প্রশ্ন। শচীন তার ২৪ বছরের ক্যারিয়ারে ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন, অন্যদিকে বিরাটের আছে অনবদ্য ধারাবাহিকতা ও প্রায় একই মানের রেকর্ড কম সময়ে। কিন্তু হার্মিসনের চোখে একবিংশ শতাব্দীর ক্রিকেট মানেই চাপ, প্রযুক্তি ও ট্রোলের যুগে লড়াই—যেখানে বিরাট কোহলি এক অনন্য উদাহরণ।

আরও পড়ুন