আমজনতার দলের নিবন্ধন প্রাপ্য, দাবি রিজভীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:১৫, ৬ নভেম্বর ২০২৫
আমজনতার নিবন্ধন পেতে অনশনরত তারেকের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী, ছবি: সংগৃহীত
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের সামনে আমরণ অনশন করছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। তার এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকে গিয়ে তিনি বলেন—“তারেক এ দেশের স্বার্থে কথা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কথা বলেছেন। আমজনতার দলের অবশ্যই নিবন্ধন প্রাপ্য।”
রিজভী অভিযোগ করেন, “আমজনতার দল আইনানুগভাবে নিবন্ধনের আবেদন করেছিল, কিন্তু সেটি গ্রহণ করা হয়নি। অথচ আরও তুচ্ছ ও গুরুত্বহীন সংগঠনগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে। এটা গণতন্ত্র ও ন্যায়বিচারের পরিপন্থী।”
তিনি বলেন, “তারেক রহমান কোনো গোপন সংগঠন গড়তে চাননি। তিনি রাষ্ট্রবিরোধী কোনো কাজও করেননি। বরং স্বাধীনতা, গণতন্ত্র ও রাষ্ট্রের সার্বভৌম স্বার্থে তিনি প্রকাশ্যে আন্দোলন করেছেন। তার চিন্তা, সংগ্রাম ও রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে গঠিত আমজনতার দল নিবন্ধনের যোগ্য।”
বিএনপির পক্ষ থেকে রিজভী বলেন,“এ ন্যায়সঙ্গত কারণে যে অনশন কর্মসূচি তিনি করছেন, তার প্রতি আমি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি পূর্ণ সংহতি জানাচ্ছি।”
গত মঙ্গলবার তারেক রহমান অনশন শুরু করার পর নির্বাচন ভবনের সামনে আরও কয়েকটি ছোট রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।
